শীতের কোনো একদিন
কুয়াশার চাদর পড়ে
তুমি এলে আমার ঘরে,
ফোঁটায় ফোঁটায় শিশিরের শব্দ
পাতা যেন সব হয়েছে জব্দ।
ঘাসেরা ভেজা ভেজা
আমি পায়ের তলায়
শিরশির শীত টের পাই,
আর তখনই তোমার উষ্ণ
ভালোবাসায় আমি হারাই।
চোখে কী এক নেশা
শীত যেন আমা হতে
পালাতে চায়,
তোমার চাহনি
আমার শরীরের তাপ
যেন আরো বাড়িয়ে দেয়।
আমি বুঝতে পারি
আমি প্রেমে পড়েছি
তোমার চোখের মায়ায়।