কেউ থাকে খোলামনে
কেউ থাকে গুটিয়ে
কেউ কেউ মই কাড়ে
উঁচু গাছে উঠিয়ে
কেউ দেয় অনায়াসে
দুই হাত বাড়িয়ে
কেউ থাকে পথখানি
আগলিয়ে দাঁড়িয়ে
কারো শঠতায় হয়
দুঃসহ রাতিও
কেউ কাঁধে হাত রাখে
কেউ হয় সাথিও
স্মৃতিজুড়ে কেউ রাখে
দগদগে চিহ্ন
মুখ ফুটে বলে এক
অন্তরে ভিন্ন
বগলেও ইট রাখে
কিছু পাড়া-পড়শি
লোভনীয় খাবারেও
গেঁথে রাখে বড়শি
পৃথিবীতে ভালো আছে
আরও আছে মন্দ
কারো হাতে হাত রাখি
চোখ রেখে বন্ধ
তবু থাকি বিচলিত
পেতে রেখে গাল কে
আজ চুমু দিয়ে যদি
চড় দেয় কালকে
কেউ হয় কণ্টক
কেউ দেয় বড় সায়
জীবনের বাঁকে তবু
চলি কোনো ভরসায়
সত্যের মতো করে
কেউ বলে মিথ্যে
দিন করি গুজরান
দোলাচল চিত্তে