একটি বছরের একেবারে;
শেষ সোপানে দাঁড়িয়ে,
স্বপ্নচারী মানুষের কাতারে;
সকলে হাত নাড়িয়ে,
বলি, নিশ্চয় আগামী বছরটি অনন্য,
একেবারেই নতুন বলে; হবে সে গণ্য।
এই বছরটি হবে, তুলনাহীন। অন্যরকম। তাই,
বর্তমান বছরের শেষ রজনীতে; সকলেই চাই।
নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে; হাতে হাত ধরে,
আশাবাদী সকলে দাঁড়িয়ে যাই; এই বিস্তীর্ণ প্রান্তরে।
নতুন বছরে আর; থাকবে না কান্না। থাকবে না মরণ,
দেখতে হবে না; কোন নব্য স্বৈরাচারের ক্রুর আচরণ।
এবং থাকবে না; খেটে খাওয়া মানুষের হাপিত্যেশ,
শান্তিবাদী মানুষকে দেখতে হবে না; বৈরী পরিবেশ।
জেগে ওঠা মানুষের প্রাণের উৎসবে,
নতুন এই বছরটি ঝলসে উঠবে।
পাশে এসে সকলে মিলে; রেখে হাতে হাত,
বলবো, ‘নবারুণ সে; এনেছে সুপ্রভাত!
পুরাতন এবার; হয়ে যাচ্ছে গত,
হে নতুন বছর; তোমায় স্বাগত!
প্রত্যাশায় রঞ্জিত চির নতুন; অভিনন্দন তোমায়,
তুমি এসো নব আলোয়; আমাদের হৃদয় আঙিনায়!’