Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

স্বাগতম হে নতুন বছর! 

স্বাগতম হে নতুন বছর! 
একটি বছরের একেবারে;
শেষ সোপানে দাঁড়িয়ে, 
স্বপ্নচারী মানুষের কাতারে; 
সকলে হাত নাড়িয়ে, 
বলি, নিশ্চয় আগামী বছরটি অনন্য, 
একেবারেই নতুন বলে; হবে সে গণ্য।

এই বছরটি হবে, তুলনাহীন। অন্যরকম। তাই, 
বর্তমান বছরের শেষ রজনীতে; সকলেই চাই। 
নতুন সূর্যোদয়কে স্বাগত জানাতে; হাতে হাত ধরে, 
আশাবাদী সকলে দাঁড়িয়ে যাই; এই বিস্তীর্ণ প্রান্তরে। 

নতুন বছরে আর; থাকবে না কান্না। থাকবে না মরণ, 
দেখতে হবে না; কোন নব্য স্বৈরাচারের ক্রুর আচরণ। 
এবং থাকবে না; খেটে খাওয়া মানুষের হাপিত্যেশ,
শান্তিবাদী মানুষকে দেখতে হবে না; বৈরী পরিবেশ। 

জেগে ওঠা মানুষের প্রাণের উৎসবে,
নতুন এই বছরটি ঝলসে উঠবে। 
পাশে এসে সকলে মিলে; রেখে হাতে হাত, 
বলবো, ‘নবারুণ সে; এনেছে সুপ্রভাত! 

পুরাতন এবার; হয়ে যাচ্ছে গত, 
হে নতুন বছর; তোমায় স্বাগত! 
প্রত্যাশায় রঞ্জিত চির নতুন; অভিনন্দন তোমায়,
তুমি এসো নব আলোয়; আমাদের হৃদয় আঙিনায়!’
 

কমেন্ট বক্স