Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

হিপোক্রেট

হিপোক্রেট


সেই কবে,কত দিন মাস বছর পেরিয়ে গেল তবুও মনশ্চক্ষে
পরিষ্কার দেখতে পাই বাংলার বাণী‘র প্রথম পাতায় লাশের সারি‘র রক্তাক্ত ছবি। 
যেখানে তোমার মা বাবা ভাই সবাই শুয়ে আছে লাশ হয়ে...


তুমি যখন এলে অশ্রুসিক্ত নয়ন আর রোদন ভরা গলায় তোমার প্রথম বক্তৃতা আমাকে আন্দোলিত করেছিল।
আমি তোমার ব্যথায় ভীষণ ব্যথিত হয়েছি। মহান আল্লাহর দরবারে করেছি প্রার্থনা, তোমার শোক সইবার ক্ষমতা চেয়ে। তোমায় আমি বহুবার দেখেছি জনসভার জনসমুদ্র থেকে।
তোমার কথায়, তোমার ভাষণে হয়েছি আন্দোলিত। গণতান্ত্রিক সংগ্রামে তোমার আহ্বান আমায় করেছে আলোড়িত।
৯০ এর গণআন্দোলন তোমাকে দিয়েছে ‘গণতন্ত্রের মানস কন্যার’ খেতাব। নূর হোসেন, ডা. মিলন জীবন দিয়ে গণতন্ত্র‘কে করেছে মুক্ত।
আমি ও আমরা,তুমি ও তোমাদের মত মুখোশধারীদের কথায় ঝাঁপিয়ে পড়ি মৃত্যুর মুখে। আর তোমরা ক্ষমতাসীন হয়ে পাল্টে যাও,ভুলে যাও পিছনের সবকিছু ।
আমি ও আমার মত যাদের তুমি গণতন্ত্র শেখালে,অধিকার শেখালে আমরা সেই শিক্ষাকে অস্থি মজ্জা ও রক্তে ধারণ করে চলেছি ...
তোমার মত আমরা নেতিবাচকতার দিকে পাল্টে যেতে পারিনা। সেজন্যই আজ কিশোর ছাত্রদের লাশের সারি আমাদের ভাবায়, কাঁদায়।
এখন আর তোমার রাসেলের কথা মনে পড়ে না! পড়লে
অন্য রাসেলদের মৃত্যু হতে দিতে না।
স্বজন হারানোর ব্যাথা তুমি এখন আর বোঝ না, হৃদয় দিয়ে অনুভব কর না।এটা এখন তোমার কাছে শুধুই কথার কথা।
মুক্তিযুদ্ধের চেতনা তো সাম্যের,বিভাজনের না তবে কেন আজ রক্তাক্ত বাংলা? তুমি ভুলে যেতে পার, ঘুরে যেতে পার ! কিন্তু আমি ও আমরা গণতন্ত্র, অধিকার, সাম্য ভুলতে পারি না ।
তুমি হিপোক্রেট  হতে পারো, আমরা না।
 

কমেন্ট বক্স