Thikana News
২৪ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মগজ গেছে পইচা  

মগজ গেছে পইচা  
আমার মতে সবই আছে
আগের মতোই ঠিকঠাক 
সবাই যখন ভেংচি মারে 
কবির কলম ঠিক থাক 

পুরনো স্বাদ পাওয়ার লোভে 
জিহ্বা করে লিকলিকই 
আমার মতে সকল স্বাদই 
অটুট আছে ঠিকঠিকই 

মানি কিম্বা না ই মানি
এই কথাটি পষ্ট 
পান বিড়ি আর দোক্তা খেয়ে 
স্বাদ করেছি নষ্ট 

অন্ধ চোখে দেখছিনা যে
কোনটা জল আর ডাঙা
লাফের পরে নিজেই দেখি
দুইখানি ঠ্যাংঙ ভাঙা

কাতলা বোয়াল ধরতে গিয়ে
ধইরা আনি বইচা 
চামচাগিরি করতে গিয়া 
মগজ গেছে পইচা

কমেন্ট বক্স