যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে ডে-লাইট সেভিংস টাইম। শুরু হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম। আগামী ২ নভেম্বর ভোর ২টা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাবে। অর্থাৎ ভোর ২টার সময় ঘড়ির কাঁটা এক ঘন্টা পিছিয়ে ভোর ১টা করতে হবে। আইফোন বা অন্য স্মার্ট ফোন এবং কম্পিউটারে সময় বদলে যাবে স্বয়ংক্রিয়ভাবে। আগামী বছরের ৮ মার্চ থেকে আবার ডে-লাইট সেভিংস টাইম শুরু হবে। তখন আবার ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিতে হবে। উল্লেখ যে, স্ট্যান্ডার্ড টাইমের কারণে যুক্তরাষ্ট্রে যখন রাত ১টা হবে, তখন বাংলাদেশে দিন ১২টা হবে।
বহুল আলোচিত ডে লাইট সেভিং সিস্টেম বা ‘সূর্যালোক সংরক্ষণ’-এর অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রতি বছরই দু’বার ঘড়ির কাঁটা গ্রীষ্মকালে এক ঘণ্টা এগিয়ে ও শীতকালে পিছিয়ে নেয়া হয়। যুক্তরাষ্ট্রের অধিকাংশ রাজ্যে এই রীতি প্রচলিত থাকলেও অ্যারিজোনা রাজ্য এবং হাওয়াই দ্বীপপুঞ্জ এ পদ্ধতির অনুসরণ করা হয় না।
ইতিহাস বলছে, ‘ডে লাইট সেভিং’ নামে ঘড়ির কাঁটা এগিয়ে নেয়া বা গ্রীষ্মকালের পর এক ঘণ্টা পিছিয়ে নেয়া আমেরিকার শতাব্দী-প্রাচীন ঐতিহ্য। প্রথম মহাযুদ্ধের সময় আমেরিকা এবং ইউরোপের একাংশজুড়ে দিনের আলো সাশ্রয়ের জন্য ‘ডে লাইট সেভিং’ চালু হয়। ১৯১৮ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এ নিয়ে বিল উপস্থাপন করে দিনের আলো সাশ্রয়ের এ নিয়ম গৃহীত হয়। আমেরিকায় দীর্ঘদিন এটি চালু ছিল এপ্রিলের শেষ রোববার থেকে অক্টোবর মাসের শেষ রোববার পর্যন্ত। ২০০৫ সালে প্রেসিডেন্ট জর্জ বুশের সময় জ্বালানি আইনের সঙ্গে ‘ডে লাইট সেভিং’ সময় আরো চার সপ্তাহ বাড়িয়ে দেয়া হয়। এখন যা মার্চ মাস থেকে শুরু হয়ে নভেম্বর মাস পর্যন্ত চালু থাকে। যুক্তরাষ্ট্রের সর্বত্র এটি মানা হয় না। ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে অ্যারিজোনা এবং হাওয়াই ছাড়া ৪৮টি অঙ্গরাজ্যে ‘ডে লাইট সেভিং’ চালু আছে। বর্তমানে বিশ্বের ৭০টি দেশে পুরো না হলেও আংশিকভাবে চালু আছে এ নিয়মটি।





