Thikana News
০৫ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ব্লাজিওর এনডোর্সে আরো একধাপ এগিয়ে মামদানি

ব্লাজিওর এনডোর্সে আরো একধাপ এগিয়ে মামদানি
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানিকে সমর্থন জানালেন সাবেক মেয়র বিল ডি ব্লাজিও। ২ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্ক ডেইলি নিউজ-এ এক মতামত কলামে ডি ব্লাজিও লিখেছেন, মামদানির ‘দৃঢ় ও ব্যাপক’ কর্মসূচি নিউইয়র্ককে বাঁচাতে পারে।
ব্লাজিও আরো বলেন, ‘আমাদের মামদানিকে দরকার শুধু তাঁর সঠিক ধারণার কারণে নয়, বরং কারণ তিনি কখনও এমন শহর মেনে নেবেন না যেখানে যারা শহরকে গড়ে তুলেছে ও চালিয়ে নিচ্ছে, তারা মূল্যবৃদ্ধির কারণে বাইরে চলে যায়।’ তবে তাঁর সমর্থনকে অনেক রাজনৈতিক মহল ব্যঙ্গ করে উড়িয়ে দিয়েছে। 
সমালোচকরা মনে করিয়ে দিয়েছেন, ডি ব্লাজিওর জনপ্রিয়তা ২০২১ সালে নেমেছিল মাত্র ২৬ শতাংশে এবং এনওয়াইপিডির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ।
তবুও সমর্থকরা বলছেন, দুই মেয়াদের সাবেক মেয়রের সমর্থন মামদানির প্রচারণাকে গতি দেবে। নাগরিক অধিকার নেতা আল শার্পটন উল্লেখ করেছেন, ডি ব্লাজিও প্রয়োজনে মামদানির জন্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু ক্যুমোর বিরুদ্ধে কার্যকর প্রচার চালাতে পারবেন।
নভেম্বরের নির্বাচনে মামদানি প্রতিদ্বন্দ্বিতা করবেন বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী এরিক অ্যাডামস, সাবেক গভর্নর অ্যান্ড্রু ক্যুমো, রিপাবলিকান কার্টিস স্লিওয়া এবং অ্যাটর্নি জিম ওয়ালডেনের বিরুদ্ধে।

কমেন্ট বক্স