বিশেষ প্রতিনিধি, আটলান্টা থেকে: আটলান্টায় ৩৯তম সম্মেলনের শেষ দিন ফোবানার আগামী ২০২৫-২৬ কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সম্মেলনের সাধারণ সভার পর গঠনতন্ত্র অনুয়ায়ী প্রতিবছরই ৩১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। এবার ৬১টি সদস্য সংগঠন তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি।
কমিটির চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন রবিউল করিম বেলাল (পেনসেলভেনিয়া), ভাইস চেয়ারপারসন এম রহমান জহির (ফ্লোরিডা), এক্সিকিউটিভ সেক্রেটারি খালেদ রউফ (শিকাগো), জয়েন এক্সিকিউটিভ সেক্রেটারি এনথনি পিউস গোমেজ (ভার্জিনিয়া), ট্রেজারার মহিন উদ্দিন দুলাল (আটলান্টা)। এছাড়াও ৯জন আউট ল’ স্ট্যান্ডিং মেম্বার ও ১৭টি সংগঠন এক্সিকিউটিভ সদস্য নির্বাচিত হয়েছেন।
২০২৬ সালে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া। ২০২৭ সালে ফোবানা সম্মেলন হবে টেক্সাসের হিউস্টন শহরে। আয়োজক সংগঠনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার হিউস্টন।
সমাজের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ অবদানের জন্য এবার ফোবানা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছে হোপ ফাউন্ডেশন (ফ্লোরিডা)। ফোবানার কাজে বিশেষ অবদানের জন্য ফোবানা আউটস্ট্যান্ডিং অ্যাওয়ার্ড পেয়েছেন মোহাম্মদ আলমগীর (ভার্জিনিয়া)। সেরা কালচারাল অ্যাওয়ার্ড পেয়েছে আটলান্টার উদীচী এবং শিকাগোর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব শিকাগোল্যান্ড।