নিউইয়র্কের নায়াগ্রা ফলসের শেরাটন হোটেলে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। দ্বিতীয় ও শেষ দিনে ছিল উপচেপড়া ভিড়। লেবার ডে উইকেন্ড হওয়ায় বহু প্রবাসী সপরিবারে ফোবানায় অংশগ্রহণ করেন। সময় পেলেই তারা ছুটে গেছেন মাত্র ৫ মিনিটের পায়ে হাঁটা দূরত্বে বিশ্বের সপ্তম আশ্চর্যের নায়াগ্রা ফলস দেখতে।
গত ২৯ আগস্ট শুক্রবার সম্মেলনের উদ্বোধন হলেও শনিবার ছিল ফোবানার পিক সেশন। পুরো নায়াগ্রা ফলস এলাকা বাংলাদেশিদের উৎসবের আবরণে ছেয়ে যায়। সম্মেলনের অন্যতম আর্কষণ ছিলেন ফোবানার প্রধান অতিথি বাংলাদেশের রাজনৈতিক চিন্তাবিদ অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। এছাড়াও ছিলেন- নায়াগ্রা ফলস সিটির মেয়র রবার্ট রেস্টাইনোসহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা।
ফোবানার দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের সঙ্গীত পরিবেশনা। সঙ্গীতে ছিলেন আসিফ আকবর ও আতিয়া আনিসা, প্রিতম হাসান ও প্রতিক হাসান, সেলিম চৌধুরী, নিউইয়র্কের জনপ্রিয় শিল্পী রানো নেওয়াজ, শাহ মাহবুব, অনিক রাজ, কামরুজ্জামান বকুল, রেশমী মির্জা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন- ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক, মূলধারার রাজনীতিক ও ফোবানার নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস আহমেদ, এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আজম, সাবেক চেয়ারম্যান আলী ইমাম মজুমদার, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হোসেন খান, সাবেক চেয়ারম্যান আবু জোবায়ের দারা, ৩৯তম ফোবানার মেম্বার সেক্রেটারি ময়নুল হক চৌধুরী হেলাল, ফোবানার স্টিয়ারিং কমিটির নবনির্বাচিত এক্সিকিউটিভ সেক্রেটারি ফিরোজ আলম, স্টিয়ারিং কমিটির কর্মকর্তা তারেক হাসান খান, নিশান রহিম ও শাহাব উদ্দিন সাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানা স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী শাহনেওয়াজ। সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া।
প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রবাসী বাংলাদেশিরা নিঃশর্তভাবে সর্মথন দিয়েছে। আজকের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে তাদের এগিয়ে আসতে হবে। নইলে ৩৬ জুলাইয়ের অর্জন হারিয়ে যাবে। শত বছর পিছিয়ে যাবে প্রিয় মাতৃভূমি।
ফোবানা সম্মেলনকে ঘিরে বিশ্বের সপ্তম আশ্চর্য নায়াগ্রা ফলসের শহর উৎসবে পরিণত হয়। হাজারো প্রবাসী বাংলাদেশিদের পদভারে মুখরিত ছিল নায়াগ্রা ফলস এলাকা। উৎসবের আমেজে সেজেছিল সম্মেলনস্থল শেরাটন হোটেল।
৩৯তম ফোবানা সম্মেলন উপলক্ষে ‘জলপ্রপাত’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। এটি সম্পাদনা করেছেন ফোবানা স্টিয়ারিং কমিটির সদস্য ও নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর। ম্যাগাজিনের মোড়ক উম্মোচন করেন প্রধান অতিথি ড. সলিমুল্লাহ খান।
৩৯তম ফোবানা সম্মেলনে কোনো প্রবেশ মূল্য ছিল না। মেলায় অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন স্টল, যেখানে ছিল বাংলাদেশি নানান পণ্য। ছিল সুস্বাদু খাবারের স্টলও।