Thikana News
০৩ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশো

দল নিষিদ্ধ হলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র রায়

দল নিষিদ্ধ হলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না: গয়েশ্বর চন্দ্র রায়
বিএনপি থেকে কখনো কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার দাবি তোলা হয়নি। কারণ দল নিষিদ্ধ হলেই রাজনৈতিক সমস্যার সমাধান হয় না। জামায়াতকে নিষিদ্ধ করেও নিজেদের রক্ষা করতে পারেনি পতিত আওয়ামী লীগ সরকার। তাই নিষিদ্ধের আসলে প্রয়োজন নেই, রাজনীতিতে যারা জনআকাঙ্খা পূরণ করতে পারবে না, তারা টিকবে না, এমনিতেই হারিয়ে যাবে। এসব বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে এসে তিনি আরো বলেন, ‘বর্তমান সরকার যখন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা করে তখন আমি একটি অনুষ্ঠানে প্রশ্ন তুলেছিলাম, আপনারা যেমন আনন্দিত, আমিও আনন্দিত- কিন্তু এরপর যদি ছাত্রদলকে নিষিদ্ধ করা হয়, তখন কী করবেন? তাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেছে, এটা আমি মনে করি না।’

তিনি আরো যোগ করেন, মুসলিম লীগ, ন্যাপ, জাসদ- এগুলো একসময় বড় দল ছিল। এদের কিন্তু নিষিদ্ধ করা হয়নি। কিন্তু দলগুলো প্রায় হারিয়েই গেছে। কারণ একপর্যায়ে জনগণ আর তাদের গ্রহণ করেনি। রাজনীতির এই ইতিহাস স্মরণ করিয়ে দেন জ্যেষ্ঠ এই রাজনীতিক।

২ সেপ্টেম্বর মঙ্গলবার টকশোটিতে একক অতিথি হিসেবে ছিলেন বিএনপির অন্যতম নেতা গয়েশ্বর চন্দ্র রায়। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) আলোচনা অনুষ্ঠানটি সরাসরি দেখা গেছে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। যেখানে অন্তর্বর্তী সরকার, বিএনপি, জাতীয় নির্বাচন- বাংলাদেশের সমসাময়িক রাজনীতির এমন সব বিষয়ে ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মুহিউদ্দীনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অতিথি।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পার হয়ে গেছে। কিন্তু এখনো যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারছেন না দলটির নেতারা। তবে এখনি তার দেশে আসার পক্ষপাতী নন অভিজ্ঞ রাজনীতিবিদ গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘তারেক রহমান অবশ্যই যথাসময়ে দেশে আসবেন। কৌশলগত কারণে আমরা অনেকেই চাই না তিনি এখনি আসুন। কারণ ষড়যন্ত্রের ডালপালা এখনো বাকি থাকতে পারে। উনি ফেরার পর যাতে নতুন করে কোনো বিপদ না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকার চেষ্টা করছি।’ তবে জাতীয় নির্বাচন আয়োজন শতভাগ নিশ্চিত হয়ে গেলে, তারেক রহমান অবশ্যই দেশে ফিরবেন, বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

এদিকে লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একাধিকবারই বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হবে। তবু বিএনপি কেন নির্বাচন নিয়ে নিশ্চিত হতে পারছে না? এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।

নির্বাচনের দিকে তাকিয়ে থাকা বিএনপি নেতারা প্রায়ই বলছেন, তারেক রহমানই হবেন দেশের আগামী দিনের প্রধানমন্ত্রী। আবার দলটির চেয়ারপারসন খালেদা জিয়া নির্বাচন করবেন কি না, এ নিয়েও রয়েছে আলোচনা। নির্বাচনের প্রচারে বিএনপি কাকে দলের সম্ভাব্য সংসদনেতা ও প্রধানমন্ত্রী হিসেবে সামনে রাখবে? এমন প্রশ্নে অভিজ্ঞ রাজনীতিক গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আগে তো নির্বাচন হতে হবে, সংসদ আসতে হবে। তারপর সিদ্ধান্ত হবে, কে সংসদ নেতা হবেন, কে দেশের প্রধানমন্ত্রী হবেন। আমরা অনেকেই বলি, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন। এর মানে তো এটা নয়, খালেদা জিয়াকে আমরা এড়িয়ে যাবো। তিনিই তো আমাদের প্রধান অনুপ্রেরণা।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স