Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে আলোচনা

মাশরাফি-সাকিব-তামিম: ক্রিকেটে রাজনীতির দায় কার?

মাশরাফি-সাকিব-তামিম: ক্রিকেটে রাজনীতির দায় কার?



 
সাকিব আল হাসান শুধু ক্রিকেটার নন, তিনি আওয়ামী লীগের সংসদ সদস্যও হয়েছিলেন। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তিনিও সাংসদ হয়েছিলেন। দুজনেই জনগণের আকাঙ্খার বিরুদ্ধে গিয়ে হাসিনার পক্ষে বৈধতা উৎপাদন করেছেন। তাই চব্বিশের বিজয়ীদের ক্ষোভ তাদের ভোগ করতেই হবে। এসব কথা বলেছেন লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম।

ঠিকানায় খালেদ মুহিউদ্দীন টকশোতে তিনি আরো বলছেন, সাকিবকে ক্রিকেটার নয়, অন্য আওয়ামী লীগ নেতাদের মতোই বিবেচনা করতে হবে। তবে তার বিরুদ্ধে একজন উপদেষ্টা ফেসবুকে সক্রিয় হবেন, মন্তব্য করবেন, বাদানুবাদে জড়াবেন- এটা উচিত নয়। বরং সাকিবের অপরাধ থাকলে তার বিচারের উদ্যোগ নিতে হবে। স্বচ্ছতার সঙ্গে এটা নিশ্চিতে সরকারকে সদিচ্ছার পরিচয় দিতে হবে, মনে করেন ফাহাম আব্দুস সালাম।

২ অক্টোবর বৃহস্পতিবার এই টকশোতে অতিথি হিসেবে আরো ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নিউইয়র্ক সময় বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) এই অনুষ্ঠান সরাসরি দেখা গেছে ঠিকানায় খালেদ মুহিউদ্দীন ইউটিউব চ্যানেলে। সাকিব ও ক্রীড়া উপদেষ্টার বিতর্ক ছাড়াও দেশের আগামী জাতীয় নির্বাচন, চলমান বিসিবি নির্বাচন, জুলাই সনদ ও সংবিধান নিয়ে আলোচনা করেন দুই অতিথি।

সম্প্রতি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন যুক্তরাষ্ট্রে অবস্থান করা ক্রিকেটার ও রাজনীতিক সাকিব আল হাসান। এর প্রতিক্রিয়ায় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুকে ইঙ্গিত করেন, সাকিবকে দেশের ক্রিকেটে সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত, সেটাই সঠিক ছিল, এখন প্রমাণিত হলো। এর জবাবে সাকিব আবার বলেন, একজন নিজেই স্বীকার করলেন, তার জন্যই দেশের হয়ে আর খেলতে পারলেন না তিনি। পরে আবার ক্রীড়া উপদেষ্টা জানান, সাকিবকে আর সুযোগ দেওয়া হবে না বিসিবিকে এমন নির্দেশনা দিয়েছেন তিনি। ফেসবুকের মাধ্যমে এভাবে ক্রীড়া উপদেষ্টার যে সক্রিয়তা, তা সমর্থন করছেন না এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তিনি সাকিবের সমালোচনা করে বলেন, দেশের ক্রিকেটে যে রাজনীতি নিয়ে আসা এর দায় আছে তার। হাসিনার অবৈধ নির্বাচনে এমপি হয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানে ছাত্রহত্যার সময় চুপচাপ ছিলেন। সাকিবের বিরুদ্ধে জুয়া, স্টক মার্কেট- নানা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ আছে। সব ঘটনায় তার বিচার হওয়া উচিত- মনে করেন এনসিপি নেতা।

এদিকে ক্রীড়া উপদেষ্টার কর্তৃত্বের সামনে টিকতে না পেরে বিএনপিকে পাশে নিয়েও বিসিবি সভাপতি হওয়ার লড়াই থেকে সরে পড়তে বাধ্য হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এ প্রসঙ্গে জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার ফাহাম আব্দুস সালাম বলেন, ‘তামিম বিএনপি করেন না। কিন্তু দলটির সমর্থন পেয়েছিলেন বিসিবি নির্বাচনে। আসলে পেশাগত অভিজ্ঞতার কারণে সভাপদি পদে তিনি একজন ভালো প্রার্থী ছিলেন বলে আমার অন্তত মনে হয়েছে।’

উন্নয়ন বরাদ্দে জেলাপ্রীতি দেখিয়ে কুমিল্লাকে বেশি সুবিধা দিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে পত্রিকায়। এটা দেখে বিস্মিত হয়েছেন বলে জানালেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘এমন এলাকাপ্রীতি আমি সমর্থন করি না। কখনো মনে হচ্ছে, এই সুবিধা যদি আমার এলাকায়ও দিতে পারতাম! আসিফ ছাত্র প্রতিনিধি হলেও আমরা এটা সমর্থন করি না। এনসিপির অনেকেই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। তারা বলছেন, আমাদের এলাকায় কেন উন্নয়ন হলো না? আমরা এর সদুত্তর দিতে পারিনি আসলে।’

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স