Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫
দিমিত্রি মেদভেদেভের ‘হুমকি’

পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের 

পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ ট্রাম্পের  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে লক্ষ্য করে দুইটি পারমাণবিক সাবমেরিনের অবস্থান পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। রুশ নেতা দিমিত্রি মেদভেদেভের সঙ্গে সাম্প্রতিক বাকযুদ্ধের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। ১ আগস্ট (শুক্রবার) ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ পোস্ট করে জানান, সাবমেরিন মোতায়েনের এই সিদ্ধান্ত এসেছে মেদভেদেভের “চরম উসকানিমূলক বক্তব্যের” প্রতিক্রিয়ায়।

মেদভেদেভ, যিনি রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন, চলতি সপ্তাহে কিছু মন্তব্য করেন, যা ওয়াশিংটনের দিক থেকে সরাসরি হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। এর জবাবে ট্রাম্প এই কৌশলগত পদক্ষেপ নেন।

এই ঘটনার ফলে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার উত্তেজনা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এর আগের দিন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সাবধান করে দিয়ে বলেন, ট্রাম্পের মনে রাখা উচিত “রুশ ‘ডেড হ্যান্ড’ ঠিক কতটা ভয়ংকর হতে পারে।”

এটি ছিল সোভিয়েত যুগের পারমাণবিক প্রতিশোধমূলক অস্ত্রব্যবস্থার প্রতি একটি স্পষ্ট ইঙ্গিত।

এর প্রতিক্রিয়ায় ট্রাম্প ট্রুথ সোশ্যাল-এ লেখেন, ‘আমি দুইটি পারমাণবিক সাবমেরিন যথাযথ অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি, যদি এই বোকামিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্যগুলো কথার চেয়েও বেশি কিছু হয়ে ওঠে।’

তিনি আরও লেখেন, ‘শব্দের গুরুত্ব অনেক। সেগুলো অনেক সময় অনাকাঙ্ক্ষিত ফল ডেকে আনতে পারে। আমি আশা করি, এবারের ঘটনা তার মধ্যে একটি হবে না।’

এই বিবৃতি ও সামরিক পদক্ষেপ দু’দেশের মধ্যে পারমাণবিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স