Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

যুক্তরাজ্যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠিত

সাইদুর রহমান রানু সভাপতি, অদুদ আলম সম্পাদক
যুক্তরাজ্যে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ গঠিত
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের বর্ণাঢ্য জীবনের স্মৃতি চারণের লক্ষ্যে ৮১ সদস্য বিশিষ্ঠ এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখা গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সাবেক সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব সাইদুর রহমান রানু আর সম্পাদক হয়েছেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি ও মৌলভীবাজারের একাটুনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব অদুদ আলম। গত ৩১ জুলাই এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার কমিটি তৈরী ও অনুমোদন প্রদান করেন মরহুম সাইফুর রহমানের জৈষ্ঠ পুত্র ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। এম নাসের রহমানের সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় যুক্তরাজ্য প্রবাসী মৌলভীবাজার জেলাবাসীদের জোর দাবির পরিপ্রেক্ষিতে এই স্মৃতি পরিষদের যুক্তরাজ্য শাখার কমিটি গঠনের সম্মতি ও অনুমোদন প্রদান করেন। নবগঠিত উক্ত কমিটি আগামী ৫ সেপ্টেম্বর লন্ডনে মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করার উদ্যোগ গ্রহন করবে। উল্লেখ্য ৮১ সদস্য বিশিষ্ট এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের এই কমিটিতে সাইদুর রহমান রানু সভাপতি,অদুদ আলম সম্পাদক ছাড়াও শরীফুজ্জামান চৌধূরী তপনকে সিনিয়র সহ-সভাপতি,আব্দুল ওয়াহিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সোয়লেহীন করিম চৌধূরীকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে। এছাড়া পরবর্তীতে আরো ২০জন সদস্য অর্ন্তভূক্ত করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। 

ঠিকানা/এসআর 
 

কমেন্ট বক্স