Thikana News
২৯ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

প্রবাসীরা শুধু দিয়েই  যান, পান না কিছুই

প্রবাসীরা শুধু দিয়েই  যান, পান না কিছুই
প্রবাসীরা শুধু দিয়ে যান। তারা পান না কিছুই। তাদের সবকিছু ওয়ানওয়ে। এ  অবস্থা আর কতদিন চলবে? প্রবাসীদের দাবি-দাওয়া ও মনের কথাগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সফররত অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের কাছে দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রবীণ রাজনীতিক আলহাজ আব্দুল লতিফ সম্রাট। 
গত ২৪ আগস্ট রাতে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মো. মাহফুজ আলম। তার বক্তব্য শেষে প্রবাসীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে আব্দুল লতিফ সম্রাট এই দাবি তুলে ধরেন। 
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রবাসীদের কাছে সরকার রেমিট্যান্স চায়। তখন কে প্রবাসী, কে আমেরিকান এটা চিন্তা করেন না। এ সরকারের আমলে হয়তো আমরা ভোটাধিকারও পাবো এবং প্রবাসীরা ভোটও দিতে পারবেন। কিন্তু তাদের ভোট নিতে দেবে না। প্রবাসীদের সবকিছু যেন ওয়ানওয়ে। অথচ প্রবাসীরা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারতেন। তিনি বলেন, দেশে বসে দেশের অনেক কিছু সেখানকার মানুষের চোখে পড়ে না। কিন্তু প্রবাস থেকে সেগুলো আমাদের চোখে পড়ে। তাই প্রবাসীদের এবার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে তিনি মনে করেন। 
লতিফ সম্রাট উল্লেখ করেন, গত এক বছরে যুক্তরাষ্ট্র প্রবাসীরা রেমিট্যান্সে শীর্ষে রয়েছে। অথচ তারা অবহেলিত। বিষয়টি অন্তর্বর্তী সরকারের বিবেচনা করা উচিত। 

কমেন্ট বক্স