Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত, বন্যায় নিহত ২

নিউইয়র্কে রেকর্ড বৃষ্টিপাত, বন্যায় নিহত ২ ছবি সংগৃহীত





 
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রেকর্ড বৃষ্টিপাতে তলিয়ে যায় শহরের বেশির ভাগ এলাকা। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টিতে বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। শত শত ভবনের বেজমেন্ট প্লাবিত হয়। একটি বেজমেন্টে আটকে পানিতে তলিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। তিনটি প্রধান বিমানবন্দর–জেএফকে, লাগার্ডিয়া ও নিউয়ার্কে ব্যাহত হয় বিমানের ওঠানামা কার্যক্রম। 

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে বৃহস্পতিবার ১ দশমিক ৮৫ ইঞ্চি (৪ দশমিক ৭ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়, যা এক দিনে অক্টোবর মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের নতুন রেকর্ড। লাগার্ডিয়া বিমানবন্দরে ২ দশমিক ৯ ইঞ্চি (৫ দশমিক ৩১ সেন্টিমিটার) ও নিউজার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ দশমিক ৯৯ ইঞ্চি (৫ দশমিক ৫ সেন্টিমিটার) বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ব্রঙ্কস, ব্রুকলিন ও কুইন্স এলাকার কিছু অংশে জারি করা হয়েছে উপকূলীয় বন্যার সতর্কতা।

এক্সে এক পোস্টে নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানান, প্রবল এ বর্ষণ অক্টোবর মাসের বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে। যে পরিমাণ বৃষ্টি কয়েক ঘণ্টা ধরে হওয়ার কথা ছিল, তা মাত্র ১০ মিনিটের মধ্যেই নেমে আসে। বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

নিউইয়র্ক পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা ব্রুকলিনের একটি তিনতলা টাউনহাউসের প্লাবিত বেজমেন্টে এক ব্যক্তি আটকা পড়েছেন বলে খবর পান। পরে সেখান থেকে ৩৯ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পানি জমে থাকা আরেকটি স্থান থেকে আরেকজনের মৃতদেহ উদ্ধার হয়। কর্তৃপক্ষ মৃত দুই ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি। তবে নিউইয়র্ক টাইমসকে রেনি ফিলিপস নামে এক ব্যক্তি জানান, ব্রুকলিনে মৃত ব্যক্তি তার প্রতিবেশী। বৃষ্টির সময় তিনি একটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করতে ভবনের প্লাবিত বেজমেন্টে ঢুকেছিলেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার পানিতে শহরের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় থাকা গাড়ি ও অন্যান্য যানবাহন পানিতে ভেসে যেতে দেখা গেছে। অনেকে গৃহবন্দী হয়ে পড়েন, আবার অনেককে কোমরপানি ভেঙে বাইরে বের হতে দেখা যায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতেও রাস্তার পানি গাড়ির বাম্পার পর্যন্ত উঠে গেছে এবং সাবওয়ে স্টেশনগুলোর ভেতরে পানি জমার চিত্র দেখা গেছে।

এমন পরিস্থিতিতে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা ও কর্তৃপক্ষের প্রস্তুতি নিয়ে প্রশ্ন উঠেছে। মেয়র এরিক অ্যাডামস একটি রেডিওকে দেওয়া বক্তব্যে বলেন, আপনি যখন পানিপ্রবাহের পরিমাণ দেখবেন, তখন বুঝবেন আমাদের পয়োনিষ্কাশন ব্যবস্থা এটি সামাল দেওয়ার জন্য তৈরি নয়। এটি প্রবল বৃষ্টিপাত ছিল। রাস্তা প্লাবিত হওয়ার ঘটনাটি ছিল অত্যন্ত স্থানীয়, যেখানে বন্ধ নর্দমাযুক্ত কিছু মোড় গভীর জলাশয়ে পরিণত হয়েছিল। আবার কিছু এলাকায় ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে ২০২১ সালে নিউইয়র্কে প্রবল বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অ্যাপার্টমেন্টের বেজমেন্টে আটকা পড়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স