Thikana News
০২ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০২ অগাস্ট ২০২৫

শ্রাবণ মেঘের দিন

শ্রাবণ মেঘের দিন
গিয়েছে বৈশাখ
ধরণির তপ্ত ধুলায় হয়েছে মলিন;
এসেছে অঞ্জনঘন আষাঢ়,
শ্রাবণ মেঘের দিন।
ব্যাকুল হিয়া
কাহার পানে ধায়-
কোন সে প্রিয়া দূরে;
বেণু বনে কি রাগিণী গায়।

আজ তমসঘন অন্ধকারে
কেন সে ডাকে বারেবারে;
কী কথা শোনাতে চায়।

বিরহ বিধুর যামিনীÑ
হঠাৎ চমকে ওঠে দামিনী;
কাহার পায়ের শব্দে
ঘুম টুটে যায়,
দরজায় করাঘাত
নিঃশব্দে আঁধারে হারায়।

ঝরঝর বাদল দিনে
মুখোমুখি বসি দুজনে;
দুটি কথা যদি শুধাই,
একান্ত নিভৃতে আলাপনে;
যদি আসি কাছে নিবিড় সংগোপনে,
এমন শ্রাবণ মেঘের দিনে।
 

কমেন্ট বক্স