কতটা দিন গেল, কতটা মাস
দিনক্ষণ হিসাব করে, হিসাবের খাতা খুলি
জানি না উত্তর তাই, বিবেকের কাছে প্রশ্ন তুলি
এই কি চাওয়ার ছিল, এই কি সব?
জীবনের দ্যুতি ছড়ায় সুখহীন পরব
তারপর নিভে যাওয়া প্রদীপের মতো
জীবনের চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে যত
যতটুকু সুখ আর কল্পনার ফানুস
আমি এক আজব মানুষ
নিজেতে নিজেই ডুবে থাকি
জানি না কী আছে বাকি
এরপর কী? উদ্বেলিত এক প্রাণের উচ্ছ্বাসে
ভেসে যায় জীবনের তীর
অথচ সবটুকুই ঠিকঠাক চলে
কেবল এক অসহায় কাতরতায় সিক্ত হয়
আমার এই রমণীয় শরীর।