Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

গতানুগতিক নিয়মে নিয়ন্ত্রিত

গতানুগতিক নিয়মে নিয়ন্ত্রিত
তোমার চলমান ট্রেন যেদিকে ছুটে চলেছে
আমি তার উল্টো পথের পথযাত্রী,
তোমার গন্তব্য কোথায় জানি না, হয়তো দূরে,
আমি অতিক্রান্ত পথের শেষে সাঁঝের মায়ায়
জীবনকে আগলে রেখে বয়স লুকিয়ে রাখি।
লুকোচুরি বটে, তবুও তাতে রহস্যভরা স্বাদ
যৌবনের ফাঁদে শাক দিয়ে মাছ ঢাকার মতো,
ছোটবেলার ছেলেমির মতো নিজের নিয়ন্ত্রণ।

অনেকগুলো স্টেশন উভয় পথের নির্দেশনায়
কেউ যায় অনাগত অভীষ্ট লক্ষ্যে,
কেউবা ফিরছে না ফেরার দেশে,
নতুবা কেউ উভয় দিক হারিয়ে গন্তব্যহীন,
অথবা পথিমধ্যে চলাচলের যবনিকাপাত।

গতানুগতিক নিয়মে নিয়ন্ত্রিত রেলগাড়ি
ছুটে চলেছে সব গন্তব‍্যমুখে,
সহযাত্রীর আনাগোনা আমার চারপাশে,
দেখা হয়, কথা হয় দুঃখ সুখের দোলাচলে,
চলার পথ যার যার মতো করে দীর্ঘ, নাতিদীর্ঘ,
অথবা একেবারেই সংক্ষিপ্ত পরিসরে।
 

কমেন্ট বক্স