১. দূরত্ব
সহস্র যোজন দূরত্বের নীলিমা
নেমে আসে নিচে সমুদ্রের গানে
কেমন অভিমানী মেয়ে তুমি জানি না
দুই ক্রোশ পথও অতিক্রম করো না
বন্ধুবর এই যুবকের টানে!
২. অরণ্যে রোদন
যে মেঘে থাকে না জলের বারতা
সেই মেঘ প্রার্থনা করে না তৃষিত চাতক
যে বুকে থাকে না প্রণয় মমতা
সেই বুকে বুক ঢালে এই নির্বোধ জাতক!