শ্রাবণ মেঘের দিন

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২:১৫ , অনলাইন ভার্সন
গিয়েছে বৈশাখ
ধরণির তপ্ত ধুলায় হয়েছে মলিন;
এসেছে অঞ্জনঘন আষাঢ়,
শ্রাবণ মেঘের দিন।
ব্যাকুল হিয়া
কাহার পানে ধায়-
কোন সে প্রিয়া দূরে;
বেণু বনে কি রাগিণী গায়।

আজ তমসঘন অন্ধকারে
কেন সে ডাকে বারেবারে;
কী কথা শোনাতে চায়।

বিরহ বিধুর যামিনীÑ
হঠাৎ চমকে ওঠে দামিনী;
কাহার পায়ের শব্দে
ঘুম টুটে যায়,
দরজায় করাঘাত
নিঃশব্দে আঁধারে হারায়।

ঝরঝর বাদল দিনে
মুখোমুখি বসি দুজনে;
দুটি কথা যদি শুধাই,
একান্ত নিভৃতে আলাপনে;
যদি আসি কাছে নিবিড় সংগোপনে,
এমন শ্রাবণ মেঘের দিনে।
 
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: 01711238078