
গিয়েছে বৈশাখ
ধরণির তপ্ত ধুলায় হয়েছে মলিন;
এসেছে অঞ্জনঘন আষাঢ়,
শ্রাবণ মেঘের দিন।
ব্যাকুল হিয়া
কাহার পানে ধায়-
কোন সে প্রিয়া দূরে;
বেণু বনে কি রাগিণী গায়।
আজ তমসঘন অন্ধকারে
কেন সে ডাকে বারেবারে;
কী কথা শোনাতে চায়।
বিরহ বিধুর যামিনীÑ
হঠাৎ চমকে ওঠে দামিনী;
কাহার পায়ের শব্দে
ঘুম টুটে যায়,
দরজায় করাঘাত
নিঃশব্দে আঁধারে হারায়।
ঝরঝর বাদল দিনে
মুখোমুখি বসি দুজনে;
দুটি কথা যদি শুধাই,
একান্ত নিভৃতে আলাপনে;
যদি আসি কাছে নিবিড় সংগোপনে,
এমন শ্রাবণ মেঘের দিনে।
ধরণির তপ্ত ধুলায় হয়েছে মলিন;
এসেছে অঞ্জনঘন আষাঢ়,
শ্রাবণ মেঘের দিন।
ব্যাকুল হিয়া
কাহার পানে ধায়-
কোন সে প্রিয়া দূরে;
বেণু বনে কি রাগিণী গায়।
আজ তমসঘন অন্ধকারে
কেন সে ডাকে বারেবারে;
কী কথা শোনাতে চায়।
বিরহ বিধুর যামিনীÑ
হঠাৎ চমকে ওঠে দামিনী;
কাহার পায়ের শব্দে
ঘুম টুটে যায়,
দরজায় করাঘাত
নিঃশব্দে আঁধারে হারায়।
ঝরঝর বাদল দিনে
মুখোমুখি বসি দুজনে;
দুটি কথা যদি শুধাই,
একান্ত নিভৃতে আলাপনে;
যদি আসি কাছে নিবিড় সংগোপনে,
এমন শ্রাবণ মেঘের দিনে।