Thikana News
০৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

নগরের মুক্তিবেদন

নগরের মুক্তিবেদন
সময়ের বিষবাষ্পে কলুষিত নগর
বোকা ঘুণপোকা আশকারার অপেক্ষা মানে না
চেনাজানা মস্তিষ্ক থেকে ক্যান্সারের লালায়িত জিহ্বা
অক্সিজেন চেটে নেয় পৈশাচিক আনন্দে।

মানুষ হেঁটে যায় ধোঁয়ার মতো
চোখে ভাসে বিলবোর্ডে বাঁধা স্বপ্নের মরীচিকা।
পিচঢালা পথ জানে, কারা লাশ রেখে যায় ভেতরে
হৃদয়ের কফিনে ব্যস্ততার পেরেক ঠুকে।

আত্মারা থেমে থাকে না ট্রাফিক সিগন্যালে
দুর্বার ছুটে চলে অলীক স্বর্গবিলাসের পথে,
পায়ে পায়ে ছায়াসঙ্গী সর্বগ্রাসী নরকের থাবাÑ
নিঃশব্দে গিলে খায় অনিবার্য প্রয়াণের স্বপ্ন যত।

বেলা শেষে ভেসে আসে নগরের উপাসনা ধ্বনি
আলোক স্পর্শ লেগে জেগে ওঠে মানবজ্যোতি,
রাত শেষে ঘরে ফেরে যাযাবর মানবজীবন
নরকের পাশে ঠায়-নগরের মুক্তিবেদন।
 

কমেন্ট বক্স