বাঁধ ছাড়া পানিতে
জন্ম নেওয়া ছোট্ট আমি
ভেসে চলছি অস্তিত্ব রক্ষার্থে।
মনে রেখো দুশমনরা
শান্ত মোড়কে বিদ্রোহী ভুগু
জাগব যেদিন, হবেই তুমি গারৎ।
স্বাধীন বাংলার মুগ্ধ আমি
যে পানি থেকেই জন্মেছি
সাঈদ হয়েই রাজপথে জ্বলেছি।
জেনে রেখো
পরাহত হবে না বাংলাদেশ
বারবার উঠে দাঁড়াবার
সাহস আছে আমার
কারণ
আমি তো বিশ্বসেরা জেন জি।