Thikana News
০৩ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

স্টারলিং বাংলা বাজার

স্টারলিং বাংলা বাজার
নিউইয়র্ক শহরের স্টারলিং বাংলা বাজার
এখানে বাঙালি বাস করে হাজারে হাজার।

চৌষট্টি জেলার লোক এসে বেঁধেছে ঘর
মিলেমিশে বাস করে ভাবে না কেউ পর।

দেশ মাটি মানুষের রাখে প্রতিদিন খোঁজ,
চায়ের আড্ডায় চা ভাগ করে খায় রোজ রোজ।

এখানে গুণীজনের শুনতে পাই আওয়াজ,
বাংলা বাজার মানুষের গড়ব সুখী সুন্দর সমাজ।

দেশ বিদেশের মানুষের করতে চায় উপকার,
আধুনিক উন্নত সমাজ গঠনে তাদের দরকার।

গড়ে উঠেছে বাঙালি প্রতিষ্ঠান এখানে প্রতিদিন,
বাঙালি প্রমাণ করেছে তারা কারও চেয়ে নয় হীন।
 

কমেন্ট বক্স