মনের খাঁচা অচিন পুরে
আপনি তুমি রইলে দূরে।
সেই যে যখন ভোরের শিশির
দূর্বাঘাসের মাথার পরে,
অরুণ আলোয় সোনার মুকুট
হাজার মানিক মুক্তো ঝরে।
যখন তুমি আসো ধীরে
রক্তরাঙা আলতো পায়,
শিউলি ফুলে গাঁথা মালা
জড়িয়ে থাকে কালো খোঁপায়।
কোন কথা যে বলি তোমায়
কোন কথা যে রাখি,
মনের ভিতর উথাল-পাতাল
কিছু তো বলা রইল বাকি।
ওগো, চন্দ্রমুখী চাঁদবদনি আম্রপালি মেয়ে,
ঘুরে বেড়াও আপন মনে উদাসী গান গেয়ে।
যদি হৃৎকমলে পুলক জাগায়,
লিখে রেখো মনের খাতায়।
দ্বিধাভরে শরম লাজে
কাচের চুড়ি মাদল বাজে,
চোখের ভাষা বুঝে নিতে
দুই বেণিতে রঙিন ফিতে।
কৃষ্ণচূড়া আবির ছড়ায়
অরণ্য বুক মরু তৃষায়।
তোমার হাতে সঁপেছিনু এক জীবনের আশা,
বিধির বাঁধন ছিঁড়ে গেলে অথৈ জলে ভাসা।
দিয়েছি সব দু’হাত ভরে, রাখিনি কিছুই ধরে,
নিশি শেষে অবশেষে মলিন স্মৃতি হৃদ্ পাঁজরে
মনের খাঁচা অচিন পুরে,
আপনি তুমি রইলে দূরে।
ও