Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

বিশ্বে স্মার্টফোনের চাহিদায় পতন, এর মধ্যেই ‘আশায় দুলছে’ অ্যাপল

বিশ্বে স্মার্টফোনের চাহিদায় পতন, এর মধ্যেই ‘আশায় দুলছে’ অ্যাপল



 
ইউএসবি-সি পোর্ট, নতুন ‘মাল্টি-অ্যাকশন’ বাটন ও পেরিস্কোপ ক্যামেরার মতো নতুন হার্ডওয়্যার সংযোজনের কারণে অনেকেই আইফোন ১৫’র মতো ডিভাইস কেনায় আগ্রহী হবেন। 

এ বছর দশকের সবচেয়ে বড় মন্দা দেখতে যাচ্ছে বৈশ্বিক স্মার্টফোন বাজার।

বাজার বিশ্লেষক কোম্পানি ‘কাউন্টারপয়েন্ট’ ভবিষ্যদ্বাণী দিয়েছে, ২০২৩ সালে স্মার্টফোনের সরবরাহ কমে আসবে একশ ১৫ কোটি ইউনিটে, যা ২০১৭ সালে সাফল্যের চূড়ায় পৌঁছেছিল একশ ৫৭ কোটি ইউনিট সরবরাহে। এই পতনের কারণ হিসাবে উঠে আসছে অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্র ও চীনে স্মার্টফোনের চাহিদা ব্যপকভাবে কমে যাওয়ার বিষয়টি।

পরিসংখ্যান বলছে, বৈশ্বিকভাবে স্মার্টফোনের চাহিদা কমে এলেও প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড হয়ে ওঠার মতো সুবিধাজনক জায়গায় আছে অ্যাপল। কারণ ২০২৩ সালে আইফোনের প্রিমিয়াম এবং আল্ট্রা-প্রিমিয়াম সংস্করণ ব্যবহারের প্রবণতা গোটা বিশ্বেই বাড়তে দেখেছে কাউন্টারপয়েন্ট।

সেপ্টেম্বরে ‘আইফোন ১৫’ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে অ্যাপল। এর ফলে, কোম্পানির বাজারমূল্য ব্যপকভাবে বেড়ে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য ইন্ডিপেন্ডেন্ট।

“সরবরাহ পতনের রেকর্ড হয়েছে এই বছর।” --বলেন কাউন্টারপয়েন্টের গবেষক জেফ ফিল্ডহ্যাক।

“আইফোন ১৫’র উন্মোচন এলিট ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারলে, তা চাহিদাতেও বড় প্রভাব ফেলবে। অন্যদিকে ‘আইফোন ১২’ ব্যবহারকারীদের সম্ভাবনা আছে আইফোন ১৫-তে আপগ্রেড করার। এবং এদের সংখ্যাটি যথেষ্ট বড় হওয়ায় তারাও চাহিদার পালে যথেষ্টই হাওয়া দেবে এবং এর পুরো সুবিধাটি পাবে অ্যাপল।”

“এখন পর্যন্ত শীর্ষ অবস্থানে পৌঁছানোর সবচেয়ে কাছাকাছি পর্যায়ে আছে অ্যাপল।” - যোগ করেন তিনি।

“আমরা এমন এক পরিস্থিতির কথা বলছি, যেখানে কয়েক দিনের বিক্রি ঠিকঠাক হলেই সে অবস্থানটি পেয়ে যাবে অ্যাপল। আশা করা যায়, গত বছরের মতো উৎপাদন নিয়ে সমস্যার মুখে পড়বে না অ্যাপল। অনেকটা, টস করে ফলাফল নির্ধারণ করার মতো অবস্থায় আছে অ্যাপল।”

কাউন্টারপয়েন্ট বলছে, উচ্চ অর্থনৈতিক মন্দা ও স্মার্টফোন খাতে তুলনামূলক কম আপগ্রেডের মানে দাঁড়ায়, ব্যবহাকারীরা ‘নিজস্ব ডিভাইস আপগ্রেড নিয়ে দ্বিধায় আছেন’।

ইউএসবি-সি পোর্ট, নতুন ‘মাল্টি-অ্যাকশন’ বাটন ও পেরিস্কোপ ক্যামেরার মতো নতুন হার্ডওয়্যার সংযোজনের কারণে অনেকেই আইফোন ১৫’র মতো ডিভাইস কেনায় আগ্রহী হবেন।

আসন্ন ১২ বা ১৩ সেপ্টেম্বর নাগাদ পরবর্তী প্রজন্মের আইফোন ১৫’র ঘোষণা দিতে পারে মার্কিন স্মার্টফোন জায়ান্ট অ্যাপল। সেটি হলে ডিভাইসগুলো  সম্ভবত বাজারে চলে আসবে ২২ সেপ্টেম্বর নাগাদ।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স