Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা

টিকটকের নিয়ন্ত্রণ নিচ্ছে মার্কিন বিনিয়োগকারীরা ছবি : সংগৃহীত



 
টিকটকের মার্কিন শাখার নিয়ন্ত্রণ নিতে এগিয়ে আসছে যুক্তরাষ্ট্রের কয়েকটি বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক ও আন্দ্রেসেন হরোভিৎস। বিষয়টি জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

মাদ্রিদে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে হওয়া আলোচনায় টিকটকের জন্য নতুন কাঠামোর খসড়া তৈরি হয়। খসড়া অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীরা প্রায় ৮০ শতাংশ শেয়ার নেবেন, আর বাকি অংশ থাকবে চীনা শেয়ারহোল্ডারদের হাতে।

এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাইটড্যান্সকে টিকটকের মার্কিন সম্পদ বিক্রির সময়সীমা ৯০ দিন বাড়িয়ে ১৬ ডিসেম্বর পর্যন্ত করেছেন। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি সম্পন্ন করার সুযোগ পাচ্ছে প্রতিষ্ঠানটি।

আলোচনা আগামী ৩০-৪৫ দিনের মধ্যেই শেষ হওয়ার কথা। এ সময়েও টিকটকের ক্লাউড সেবা চালিয়ে যাবে ওরাকল, এমনটাই জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স