Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না

ফোনের চার্জিং পোর্টে এই ৫টি জিনিস কখনোই লাগাবেন না ছবি : সংগৃহীত



 
স্মার্টফোনের ইউএসবি পোর্ট শুধু চার্জ দেওয়ার জন্য নয়, বরং এটি ডিভাইসটির একটি গুরুত্বপূর্ণ অংশ। ছোট এই স্লটের মাধ্যমেই বিদ্যুৎ সরবরাহ, ডেটা ট্রান্সফারসহ নানা কাজ সম্পন্ন হয়। ফলে ফোনের সামগ্রিক স্বাস্থ্যের অনেকটাই নির্ভর করে এর ওপর। তাই ইউএসবি পোর্টে কী লাগানো হচ্ছে, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রতিবার যখন আপনি ফোনের ইউএসবি পোর্টে কিছু সংযুক্ত করেন, তখন শুধু ব্যাটারি চার্জ হয় না, এর মাধ্যমে আপনার ডেটা, ফোন সার্কিট এমনকি নিরাপত্তা ব্যবস্থাও ঝুঁকিতে পড়তে পারে। সহজভাবে বললে, ইউএসবি পোর্ট আপনার ডিভাইসের দরজা এবং পাওয়ার সিস্টেম, যা অনিরাপদভাবে ব্যবহার করলে সেটি হতে পারে বড় বিপদের কারণ।

চলুন জেনে নিই, কোন ৫টি জিনিস কখনোই ফোনের চার্জিং পোর্টে লাগানো উচিত নয়—

১. অননুমোদিত বা সস্তা কেবল

সস্তা কেবল কিনে হয়তো কিছু টাকা বাঁচানো যায়, কিন্তু তার খেসারত দিতে হয় ফোনকে। এই ধরনের কেবলগুলোতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা। ফলে অতিরিক্ত গরম হয়ে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনকি অনেক সময় ফোনের মাদারবোর্ড শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এছাড়া কিছু কেবল দেখতে সাধারণ মনে হলেও এর ভেতরে এমন চিপ থাকতে পারে যা ম্যালওয়্যার ইনস্টল বা ডেটা চুরি করতে সক্ষম। সমাধান : ফোন নির্মাতা কোম্পানির অনুমোদিত কেবল বা বিশ্বস্ত ব্র্যান্ডের কেবল ব্যবহার করুন।

২. পাবলিক চার্জিং স্টেশন

এয়ারপোর্ট, রেলস্টেশন বা ক্যাফের পাবলিক চার্জিং স্টেশন থেকে ফোন চার্জ দেওয়া অনেক সময় প্রলুব্ধকর মনে হয়। কিন্তু এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। কারণ, ইউএসবি কেবল শুধু বিদ্যুৎই নয়, ডেটাও স্থানান্তর করতে পারে। ফলে কোনো আক্রান্ত পোর্টে ফোন সংযুক্ত করলে ব্যক্তিগত তথ্য চুরি বা স্পাইওয়্যার ইনস্টল হওয়ার আশঙ্কা থাকে।

নিরাপদ উপায় : নিজের চার্জার বা পাওয়ার ব্যাংক ব্যবহার করুন, প্রয়োজন হলে ‘ডেটা ব্লকিং’ অ্যাডাপ্টার ব্যবহার করতে পারেন।

৩. অজানা ইউএসবি ড্রাইভ বা ডিভাইস

অপরিচিত ইউএসবি ড্রাইভ বা অন্য ডিভাইস ফোনে লাগানো থেকে বিরত থাকুন। এসব ড্রাইভে ম্যালওয়্যার থাকতে পারে, যা ফোনের সুরক্ষা ব্যবস্থা পাশ কাটিয়ে ক্ষতি করতে পারে।

৪. এক্সটারনাল হার্ড ড্রাইভ

ফোনের ইউএসবি পোর্টের মাধ্যমে এক্সটারনাল হার্ড ড্রাইভ বা কিছু ফ্ল্যাশ ড্রাইভ সংযুক্ত করা গেলেও তা মোটেও নিরাপদ নয়। এসব ডিভাইস সাধারণত বেশি বিদ্যুৎ ব্যবহার করে, যা ফোন সরবরাহ করতে পারে না। এর ফলে ফোন অতিরিক্ত গরম হতে পারে, ব্যাটারির আয়ু কমে যেতে পারে এবং অভ্যন্তরীণ সিস্টেমে ক্ষতি হতে পারে। তাছাড়া অচেনা বা অননুমোদিত হার্ড ড্রাইভ থেকে ম্যালওয়্যার সংক্রমণের ঝুঁকিও থেকে যায়।

৫. অতিরিক্ত ভোল্টেজের চার্জার

সব চার্জার এক রকম নয়। অনেক ফোন নির্দিষ্ট ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সমর্থন করে। যদি আপনার ফোন ২৫ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে আর আপনি ৫০ ওয়াটের চার্জার ব্যবহার করেন, তবে ফোন অস্বাভাবিকভাবে গরম হতে পারে বা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে। অতিরিক্ত ভোল্টেজের ওঠানামায় ব্যাটারির আয়ু দ্রুত কমে যায় এবং অনেক সময় চার্জিং পোর্ট পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে।

মোটকথা

স্মার্টফোন আজ আমাদের নিত্যসঙ্গী। কিন্তু একটু অসচেতনতা বা সস্তায় লোভে পড়ে আমরা প্রায়ই এমন কিছু করি, যা ডিভাইসের স্থায়ী ক্ষতি ডেকে আনে। তাই সব সময় নির্ভরযোগ্য আনুষঙ্গিক পণ্য ব্যবহার করুন এবং ইউএসবি পোর্টের নিরাপত্তাকে অবহেলা করবেন না, এটিই ফোনের প্রকৃত ‘লাইফলাইন’। সূত্র : জিও নিউজ উর্দু

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স