Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

হাসিনাপুত্র জয় এখন যুক্তরাষ্ট্রের নাগরিক

হাসিনাপুত্র জয় এখন যুক্তরাষ্ট্রের নাগরিক সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের পাসপোর্ট গ্রহণ করেছেন।
নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ১০ মে ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি ইউএস সিটিজেনশিপের জন্য শপথ নেন ও পরে নাগরিকত্ব সার্টিফিকেট গ্রহণ করেন। সার্টিফিকেট নেওয়ার পর পাসপোর্ট আবেদন করতে হয়। শপথ অনুষ্ঠানে মোট ২২ জন বিভিন্ন দেশের নাগরিক অংশ নেন। ওই শপথ অনুষ্ঠানে তিনজন বাংলাদেশি উপস্থিত ছিলেন এবং তারাও শপথ নেন।
শপথ অনুষ্ঠানে উপস্থিত একজন জানান, সজীব ওয়াজেদ জয় তার একজন আইনজীবী সঙ্গে নিয়ে আসেন। শপথ অনুষ্ঠানে প্রথমে ইংরেজি ‘এ’ আদ্যাক্ষরের দেশের পরেই ‘বি’ আদ্যাক্ষরের দেশ বাংলাদেশের নাম ডাকা হয়। যে তিনজন বাংলাদেশি এই শপথ নিয়েছেন, তাদের মধ্যে সজীব ওয়াজেদ দ্বিতীয় ছিলেন।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ এপ্রিল সজীব ওয়াজেদ জয় তার ভেরিফায়েড ফেসবুক পেইজে দাবি করেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে।

কমেন্ট বক্স