Thikana News
১৫ জুলাই ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পৃথিবীর বুকে দুই বিষফোড়া

পৃথিবীর বুকে দুই বিষফোড়া
প্রভাতে উঠিয়া সকলে মিলিয়া
খবর পাইতাম যদি
নেতানিয়াহু নামক হায়েনারে লইয়া
‘পটল’ তুলিয়াছে মোদি!

একটি হইল বিশ্ব জুড়িয়া
শান্তির পথে খোঁড়া,
অন্যটি হলো এশিয়ার বুকে
পুঁজে ভরা বিষফোড়া!

ধর্মটারে হাতিয়ার করিয়া
মানবতা করিতে ধ্বংস,
কুলাঙ্গার দুটি প্রসব করিতেছে
বরাহ প্রজাতির বংশ!

নবীজির করা ভবিষ্যদ্বাণী
চোখের সামনে ভাসছে,
অচিরে কি ঘটিবে ‘গাজওয়াতুল হিন্দ’
ইমাম মাহদিও কি আসছে?

কমেন্ট বক্স