Thikana News
০১ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা সৎ

সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা সৎ
এখন সবাই আমরা দেশপ্রেমিক, সবাই আমরা সৎ
কোনোকালে ছিলাম না চোর, না ছিলাম অসৎ।
এখন আমরা সবাই ভালো, সবাই সাচ্চা লোক,
সরকারের ভুল দেখলেই, হয়ে যাই বিজ্ঞ বিচারক।

কিছু না জানলেও, আমি বিজ্ঞ, তিলকে করি তাল,
তখন সব ভুলে যাই, কে করেছে এত জঞ্জাল।
তুমি তো কিছুই জানো না, আমি জানি ভালো,
তোমার কথা শুনে সরকার, রসতলে গেল।

এখন আমরা সবাই সৎ, কেউ আর অসৎ নই,
কিন্তু ১৫ বছরের চোর বাটপাররা, তারা সব গেল কই?
কাল যে ছিল বড় চোর, কিংবা বড় স্মাগলার,
সে আজ বড় সাধু, তার থেকে বড় কেউ নাই আর।

কাল ছিল সবাই চামচা, ছিল চোরে ভরা দেশটা,
আজ তাদের রং বদলাবার হাজার রকম চেষ্টা।
কাল আমরা ছিলাম আওয়ামী লীগ, চেতনায় বলীয়ান,
আজকে আমরা বিএনপি, জাতীয়তাবাদে মহীয়ান।

হায়রে আমার বাংলাদেশ, আমার দুঃখী মা,
তোর কপালের দুঃখ কি কোনো দিনও ঘুচবে না?
 

কমেন্ট বক্স