জুলাইয়ের তাজা রক্তে মানচিত্র আঁকি
লাশের স্তূপে মাতৃভূমির স্বাধীনতা খুঁজি,
সন্তানহারা মায়ের অশ্রু দিয়ে ভাগ্য লেখি
শিশু-কিশোরের ঝাঁঝরা বুকে অঙ্ক কষি।
ধীরে ধীরে জুলাই বিক্রি হয়ে যাচ্ছে সস্তায়!
মালিকানা সেজে বসে আছে অসাধুর দল,
আহতরা বোঝা হয়ে গেছে সংস্কার সংকটে
লোভে লাভে ফায়দা হাসিলে ব্যস্ত নেতৃত্ব।
নতুনত্ব চাষ করতে বিষবৃক্ষ ফলায় জুলাইয়ে
সেবা সেবনে আমজনতার টালমাটাল অবস্থা,
অযোগ্য অথর্ব চাষির প্রতিশ্রুতির আস্ফালন
আকাক্সক্ষার কফিনে পেরেক ঠোকে স্বার্থপর।
বিকৃত জুলাইয়ের করুণ দৃশ্যে পিশাচের উল্লাস
প্রত্যাশার মৃত্যুর যন্ত্রণা বয়ে বেড়াই প্রতি মুহূর্তে,
নতুন বাংলাদেশ গড়ার কারিগর বিবস্ত্র বোধের,
স্বপ্নগুলো অষ্টপ্রহর কষ্ট গোনে বিষণ্নতার জালে।