কিছু শব্দের বারুদ জড়ো করেছি,
কলম দিয়ে শক্তিশালী অস্ত্র গড়ব বলে।
বর্ণমালার ঠাস বুননিতে যৌক্তিকতা দিয়েÑ
লড়ব বলে।
শক্তিধররা যুদ্ধ করেছে, ঢাল-তলোয়ার, বন্দুক, কামান দিয়ে,
আজ ব্যবহৃত হচ্ছে পারমাণবিক সমরাস্ত্র, জয় করছে রাজত্ব।
এক দেশ থেকে অন্য দেশ।
আর যুদ্ধ নয়, ধরাধামে ছড়াব ভালোবাসার রেশ।
ভালোবাসা দিয়ে জয় করতে চাইÑ
পরিবার, গোষ্ঠী, দেশ, পৃথিবী পুরোটাই।
সুন্দর ধরিত্রীতে সুখে-শান্তিতে বাঁচতে, কিছু লিখতে চাই।
হে স্বার্থান্বেষী ক্ষমতার বলেÑআত্মকেন্দ্রিক হয়ে, কায়েম করছ স্বৈরতন্ত্র।
বিপর্যয় সৃষ্টি করছ, নানা কূটকৌশলে।
নিজের মধ্যে অপ্রত্যাশিত লোভ তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে।
‘অন্যের অনেক আছে, আমারও পেতে হবে, তৎসম ততোধিক।
অন্যকে ডিঙিয়ে সর্বত্র একা ভালো থাকব।
স্বৈরতান্ত্রিক ক্ষমতার বলে অন্যেরটা লুটে নেব।’
স্বৈরতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ ভোগ্যবাদকে উসকে দিয়ে শুধু নিজেকে চিনতে শেখায়।
ফলে আপামর জনতার মৌলিক চাহিদার স্বপ্নগুলো চোখের নোনাজলে ধুয়ে যায়।
সমাজ সভ্যতা ভরে ওঠে রাহুগ্রস্ত বর্বরতায়।
পয়সার মানদণ্ডে ভালোবাসা, মানবিকতা পথ হারায়।
পাবার আকাক্সক্ষা অপ্রত্যাশিত লোভ প্রলুব্ধ করে তাড়িয়ে বেড়ায়।
পেতে ইচ্ছে করে পুরো বিশ্বব্রহ্মাণ্ডটাই।
পারলে মৃত্যুকেও করতে ইচ্ছে হয় পরাভূত পরাজয়।
অসৎ দুর্নীতিতে গড়েছ, বিশাল বিত্ত-বৈভব, সুউচ্চ প্রাসাদ।
সেই সম্পদের সূচাগ্র পরিমাণ ঠাঁই হবে না। যখন হবে তোমার জীবনাবসান।
জীবন মানেই অনিশ্চিত ভ্রমণÑএ পাড়ে। ভয় কারো পরপারে।
ছাড়তে হবে সুখের আবাস।
মায়ার সংসারে সবকিছু পাবার হিসাবটা বেহিসাবই রয়ে যাবেÑ
শূন্য হাতে তুমি চলে যাবে অন্ধকার স্থায়ী নিবাস।
নশ্বর পৃথিবীতে ধ্বংসের মাতম সৃষ্টি না করো।
মানুষে মানুষে বিবাদ বিভেদ ভুলে সুসম্পর্ক-ভ্রাতৃত্বের বন্ধন গড়ো।
মর্ত্যরে পক্ষে সততার জন্য, অসত্য দুর্নীতির বিপক্ষে লড়ো।
সততার জন্য সাহস জোগাও, সত্যের সর্বত্রই জয়।
দুর্নীতি সব সময়ই সততার কাছে পদানত-পরাজিত হয়ে মুখ লুকায়।
হে স্বার্থান্বেষী নিজের অভ্যন্তরের সুদৃঢ় লোভের আকর্ষণ শক্তিরÑ
বৃহৎ পরিমণ্ডলের ব্যাপ্তির ভিত নাড়িয়ে ভালোবাসার ভীতি করো স্থাপন।
চিত্তের হৃদয়ে ভালোবাসার সৌরভে হবে অপরূপ পরাগায়ন।
চিরন্তন চিন্ময় ভালোবাসার উত্তরীয় পরিয়ে দাও মানবতার মুক্তি।
দাও একে অন্যের ন্যায্য অধিকার অন্যকে অংশীদারিত্বে ঠাঁই করে দাওÑ
পরকে করো আপন, নিজ স্বার্থত্যাগী করো ভাগাভাগি।
প্রেম-ভালোবাসায় স্নিগ্ধ সিক্ত নতুন সমীকরণে সমাজ সাজাও।
জগৎ সংসার স্বর্গ কানাও। শান্তি সুখের বীণ বাজাও।
সত্যের মৃত্যু নেই; শেষের মধ্যেও আছে অশেষ।
মৃত্যুর পর তুমি, চোখের অন্তরালে চলে যাবে।
সত্য ন্যায়ের পথে তুমি অমরত্ব পাবে।
তোমার সমাধি উঠবে ফুলে ফুলে সাজি।
অনন্তকাল রয়ে যাবে, তুমিÑমানুষের হৃদয় মাঝারে ॥