তুমি আর কত দিন স্বপ্নীল স্বপ্নের মধ্যে
তোমাকে আড়াল রাখবে? দেখবে অদৃশ্য আকাশে
বিলাসবহুল চন্দ্রালোকিত হিরণ¥য়ী বাসরঘর!
টাপুর টুপুর বৃষ্টির মতো কী খুঁজছ?
টিনের চালে নয়, নীল দিগন্তে
অমিল ছন্দে চোখ দুটো বন্ধ রেখে।
দৃশ্যমান অবারিত মাঠ পেরিয়ে প্রসারিত নিরীক্ষণে
যতক্ষণ না লক্ষ্যভেদ করে দৃশ্যপট সুস্পষ্ট,
তুমি তার চেয়েও বেশি খুঁজে পাও নিজেকে
তোমার মতো করে সাদাসিধে বিন্যাসে,
যখন মনের চোখের দৃষ্টি শক্তিতে পরিণত হয়।
প্রতিটি নিশ্বাসে যে আত্মবিশ্বাস অগ্নিময় হয়ে ওঠে
ভয় প্রদর্শিত ভ্রুকুটির ভেতর তার কোনো বসতি নেই,
অথচ তুমি দাঁড়িয়ে থাকো বারান্দার অন্ধকারে
জ্যোৎস্না-ভরা প্রেমের তৃষ্ণা নিয়ে উত্তপ্ত উৎকণ্ঠায়।
যে তোমাকে চায় সে তোমার সব রঙেই রঙিন হয়ে
দেখা দেয়, ভাগাভাগি করে নেয় দিনরাত্রির নির্যাস।
-নিউইয়র্ক