Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

মন্ত্রতন্ত্রসিদ্ধ

মন্ত্রতন্ত্রসিদ্ধ
আবারও যখন নৃশংস অমাবস্যা আসবে
বিধ্বস্ত বিবস্ত্র বাস্তবতায় এসো অবেলায়,
বরাবরের মন্ত্রতন্ত্রসিদ্ধ দাঁড়িয়ে আছে;
ফুৎকারে নাস্তানাবুদ কিম্ভূতকিমাকার।

নিবেদিত বলেই সময়টা অস্তিত্ব সংকটে
পুষে পিষে মারে যত্ত সব অকৃতজ্ঞের দল,
স্বার্থপরতা জেঁকে বসে শিরা-উপশিরায়;
হাসিলে স্বেচ্ছায় লোপ পায় স্মৃতিশক্তি।
 

কমেন্ট বক্স