আবারও যখন নৃশংস অমাবস্যা আসবে
বিধ্বস্ত বিবস্ত্র বাস্তবতায় এসো অবেলায়,
বরাবরের মন্ত্রতন্ত্রসিদ্ধ দাঁড়িয়ে আছে;
ফুৎকারে নাস্তানাবুদ কিম্ভূতকিমাকার।
নিবেদিত বলেই সময়টা অস্তিত্ব সংকটে
পুষে পিষে মারে যত্ত সব অকৃতজ্ঞের দল,
স্বার্থপরতা জেঁকে বসে শিরা-উপশিরায়;
হাসিলে স্বেচ্ছায় লোপ পায় স্মৃতিশক্তি।