শরতের আকাশে ছড়িয়ে পড়ে সোনালি রঙের তলে,
নীলিমার আভা সমগ্র পৃথিবীকে স্নিগ্ধ করে।
বিকেলের আলো লুটোপুটির নরম সুরে,
বনের মধ্যে গুঞ্জন করে প্রাকৃতিক কাব্য।
হিমেল হাওয়ার বুনো খেলায় নাচে পাতারাও,
প্রতি ঝরে পড়া পাতা যেন সুরের কণিকা হয়ে যায়।
বৃষ্টি ছাড়ানো গাছের ডালে শিশিরের স্রোত,
যেন এক মিষ্টি প্রলাপ বুনেছে প্রকৃতি বড় দোতলা।
চাঁদের আলোয় দৃষ্টিনন্দন ঝিলমিল বেলাশেষ,
পাহাড়ি নদীর স্রোতে শোনায় মুক্তিসুর।
ফুলের বাগানে চঞ্চল মৌমাছির মৃদু গুঞ্জন,
শরতের এই রূপে হৃদয় অভিভূত, সিক্ত বরণে।
প্রকৃতির গর্ভে সৃষ্টির এই মাধুরী,
মনকে মেলে দেয় এক গভীর শান্তির সুদূর।
হৃদয়ের ক্যানভাসে আঁকা এই মাধুরী কাহিনি,
শরতের অভ্যন্তরে লুকিয়ে রয়েছে সৃষ্টির গূঢ় রহস্য।