সীমান্ত দাঁড়িয়ে আছে আকাশের নীলে
শুধু সীমা নেই স্বৈরাচারী বারুদের ব্যবহার,
নীল আকাশে আজ কালো মেঘের কান্না
একের পর এক রক্তাক্ত লাশের উপহার।
সীমান্ত শুয়ে আছে মাটির সবুজ ঘাসে
জমাটবাঁধা লাল রক্তের সবুজ বাংলায়,
পৃথিবীর সবচেয়ে জঘন্যতম এই সীমান্তে
বন্ধুত্বের নামে ঘটে মানবতার অন্যায়?
সীমান্ত ভেসে আছে নদীর জলের স্রোতে
তবু আজ সীমাহীন কান্না চৈত্রের দুঃসহ খরায়,
আবার কাঁদে মানুষ বাঁধখোলা জলের স্রোতে
বাঁচার স্বপ্ন ভাসে মৃত্যু জলের বন্যায়।
সীমান্ত লুকিয়ে আছে পাহাড়ের গভীর শ্যামলিমায়
তবু নেমে আসে ষড়যন্ত্রের কৃত্রিম পাহাড়ি ঢল,
সীমাহীন দুর্ভোগে জড়োসড়ো লক্ষ মানুষ
চারিদিকে শুধু থৈ থৈ অথৈ বন্যা জল।
সীমান্ত তাকিয়ে আছে সাগরের বিস্তৃত দিগন্তে
সমুদ্র অসহায় অনুপ্রবেশকারীর থাবায়,
কেড়ে নেয় কত সীমাহীন জলজ সম্পদ
দেশের জেলেরা আজ ন্যায্য অধিকার হারায়।
সীমান্ত দুঃখে আছে মানচিত্রের আঁকাবাঁকা রেখায়
অবাক বিশ্ব আজ তাকিয়ে দেখে সীমান্তের অবিচার,
নিরীহ ফেলানী থেকে স্বর্ণা দাশ মরে বারবার
আমি বিচার চাই বর্বর সীমান্ত হত্যার।