Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আফ্রোদিতি

আফ্রোদিতি
বিধ্বংসী সুরভিতে সৌন্দর্যবিলাসী মন
ভালোবাসায় অপ্রতুল হৃদয়,
ভিখারিনী কাঙ্গালিনী কিংবা একনিষ্ঠ মনের অধিকারী
আফ্রোদিতি!

গ্রিক পৌরাণিক ভালোবাসার বাঘিনী সম্রাজ্ঞী
এক কল্পিত জগৎ বিখ্যাত নারী।
প্রেমকে করেছিল কিংবদন্তি,
একমুখী চেতনায় ভালোবাসার ভয়ংকর রূপ ছিল যেন মরণোত্তর সৌন্দর্যবিলাসী।

ছুড়ে দেওয়া সৃষ্টিসুখের উল্লাসে ভরা অদ্ভুত তাণ্ডবে জন্ম হয়েছিল নীলপদ্মের,
সমুদ্র সফেন উল্লাসিত প্লাবন দহনে জলঞ্জিত।
অদ্ভুত শিরোনাম রাজ্যের আকাশ বাতাস জুড়ে
নৃশংস মোহমায়া খ্যাত গ্রিক পুরাণের কাহিনিতে
এক অনবদ্য আত্মপ্রকাশ,
আফ্রোদিতি!

স্বর্গীয় সুভাসিত উন্মোচিত রূপ
কল্পনার আঁধারে ঘেরা সৌন্দর্যের দেবী।
তাই তো, আজও আলোড়ন তোলে মহীয়সী হৃদয়ে
প্রেমিক হৃদয় হয়ে ওঠে বিধ্বংসী মোহমায়া।
 

কমেন্ট বক্স