সময় থাকতে পাল্টে স্বভাব মানুষ হ রে তোরা এবার,
বুদ্ধিটা নে একবারটি দিচ্ছি যেটি আছে দেবার।
ধর্মের নামে জিগির তুলে দেশটাকে তো করলি ভাগ,
কুমতলব করলি তলব, ভাইয়ের বুকে করলি তাগ।
ধর্মে-ধর্মে নেইকো বিভেদ, ভেদবুদ্ধি তোদের মনে;
স্বার্থ-বুদ্ধি আছে কেবল তোদের মনের গোপন কোণে।
সময় থাকতে ত্যাগ কর সব বিভেদ-বুদ্ধি মন থেকে;
নইলে বিপদ তোরই হবে, এই কুবুদ্ধি মনে রেখে।
এর বিষেতে জ্বলবে হৃদয়, অন্তর তোর হবে খাক;
তোর রজ্জুই বাঁধবে তোকে, তোকেই শেষে দেবে পাক।
থাকতে সময় পাল্টা রে তোর মন্দ স্বভাব একটি বার
মিলবে তবে শান্তি এতই থাকবে নাকো সীমাটা যার।