Thikana News
১৫ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

আর বিভেদ নয়

আর বিভেদ নয়
সময় থাকতে পাল্টে স্বভাব মানুষ হ রে তোরা এবার,
বুদ্ধিটা নে একবারটি দিচ্ছি যেটি আছে দেবার।
ধর্মের নামে জিগির তুলে দেশটাকে তো করলি ভাগ,
কুমতলব করলি তলব, ভাইয়ের বুকে করলি তাগ।
ধর্মে-ধর্মে নেইকো বিভেদ, ভেদবুদ্ধি তোদের মনে;
স্বার্থ-বুদ্ধি আছে কেবল তোদের মনের গোপন কোণে।
সময় থাকতে ত্যাগ কর সব বিভেদ-বুদ্ধি মন থেকে;
নইলে বিপদ তোরই হবে, এই কুবুদ্ধি মনে রেখে।
এর বিষেতে জ্বলবে হৃদয়, অন্তর তোর হবে খাক;
তোর রজ্জুই বাঁধবে তোকে, তোকেই শেষে দেবে পাক।
থাকতে সময় পাল্টা রে তোর মন্দ স্বভাব একটি বার
মিলবে তবে শান্তি এতই থাকবে নাকো সীমাটা যার।
 

কমেন্ট বক্স