Thikana News
২১ জানুয়ারী ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

আয়নাঘর

আয়নাঘর
করুণ কান্না শুনেছি গুয়ান্তানামো বের
আর্তচিৎকার শুনেছি আবু গালিবের।
শুনিনি আয়নাঘরের সব আর্তনাদ
রাত দেখেনি যেথায় আলোকিত চাঁদ।
সভ্যতার ভালে আঁকা কলঙ্ক তিলক
কেমনে ছড়াবে তথা আলোর ঝলক
চিরকাল ইতিহাসে এ হেন বদনাম
ঘোষিবে আমরা কত অসভ্য ছিলাম।
ফিরে এসেছে কতেক অতি ভাগ্যবান
ফিরে আসেনি অনেক আদম সন্তান
এখনো ফেরেনি যারা তারা কি বিলীন?
ফিরে আর আসবে কি তারা কোনো দিন
এ পৃথিবীর কোথাও কভু যেন আর
গড়ে না ওঠে এমন গুপ্ত আয়নাগার
হিংসার অনলে যেন আর কোনো নর
কভু না হারায় তার নিজ বাড়িঘর ॥
মানবকল্যাণে হোক সব রাজনীতি
মানুষে মানুষে চাই সদ্ভাব সম্প্রীতি।

কমেন্ট বক্স