Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বুক চিতিয়ে দাঁড়িয়েছি

বুক চিতিয়ে দাঁড়িয়েছি
বুক চিতিয়ে দাঁড়িয়েছি;
মৃত্যুভয় ঝেড়ে,
ন্যায়ের পথে এগিয়েছি;
যাব না তা ছেড়ে।

বৈষম্য দূর করতে লড়ি;
করি ত্যাগ স্বীকার,
চাই না হতে অন্যায্যতার;
বঞ্চনার শিকার।

এক পাও নড়ব না;
হায়েনা আসুক তেড়ে,
হটব না পিছু আর;
নেয় যদি প্রাণ কেড়ে।
 

কমেন্ট বক্স