
বুক চিতিয়ে দাঁড়িয়েছি;
মৃত্যুভয় ঝেড়ে,
ন্যায়ের পথে এগিয়েছি;
যাব না তা ছেড়ে।
বৈষম্য দূর করতে লড়ি;
করি ত্যাগ স্বীকার,
চাই না হতে অন্যায্যতার;
বঞ্চনার শিকার।
এক পাও নড়ব না;
হায়েনা আসুক তেড়ে,
হটব না পিছু আর;
নেয় যদি প্রাণ কেড়ে।
মৃত্যুভয় ঝেড়ে,
ন্যায়ের পথে এগিয়েছি;
যাব না তা ছেড়ে।
বৈষম্য দূর করতে লড়ি;
করি ত্যাগ স্বীকার,
চাই না হতে অন্যায্যতার;
বঞ্চনার শিকার।
এক পাও নড়ব না;
হায়েনা আসুক তেড়ে,
হটব না পিছু আর;
নেয় যদি প্রাণ কেড়ে।