Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

সিরাজগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০

সিরাজগঞ্জে পুলিশ-আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ১০ ছবি : সংগৃহীত


সিরাজগঞ্জে পুলিশের সঙ্গে কোটা আন্দোলনকারীদের ধাওয়া পালটা ধাওয়া, ইটপাটকেল ও টিয়ালশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশসহ আহত হয়েছেন ১০ জন। ১৬ জুলাই (মঙ্গলবার) দুপুর ৩টার দিকে কোটা আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জমায়েত শেষে পুলিশের বেরিকেড ভেঙে মিছিল বের করে। মিছিলটি রেলগেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দিলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে আন্দোলনকারীরা। 

এ সময় পুলিশের সঙ্গে কিছু সময় ধাওয়া পালটা ধাওয়া ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলন কারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হান্নান মিয়া বলেন, ঘটনার পর থেকে পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এখন পরিস্থিতি পুরো পুলিশের নিয়ন্ত্রণে আছে। উত্তেজিত ছাত্রদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করা হয়। ছাত্রদের সঙ্গে মিছিলে বহিরাগত অনেকেই ছিল বলে জানান তিনি।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স