Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

সিলেট সীমান্ত থেকে গরুসহ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ 

সিলেট সীমান্ত থেকে গরুসহ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ  ছবি : সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট সীমান্তের পান্তুমাই সীমান্ত থেকে হোছেন আহমদ (৪১) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর সাড়ে ১২টায় গোয়াইনঘাটের পান্তুমাই ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলার এলাকা থেকে তাকে ধরে নেওয়া হয়। এ ঘটনায় হোছেনের ভাই মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার সাধারণ ডায়েরি করেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ভারত সীমান্তের ১২৬৮ নম্বর পিলারের কাছে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গেলে কৃষক হোছেনকে তার গরুসহ আটক করে নিয়ে যায় বিএসএফ।  

গোয়াইঘাট থানার ওসি তোফায়েল আহমদ বুধবার সন্ধ্যায় জানান, বিজিবি ও বিএসরফের মধ্যে পতাকা বৈঠকের প্রক্রিয়া চলছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স