Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

মোহনীয় সুরে

মোহনীয় সুরে
উড়ছে পাখি ডানা মেলে নীল আকাশের গায়
বিবর্ণ মেঘ মগ্ন থাকে আকাশের তারায় তারায়
চোখ দুটো উঁকি মারে নিকষ শূন্যতায়
যখন খেলার মাঠ পেরিয়ে,
উড়ে যায় অশরীরী শামিয়ানা
তুমি কি জানো,
কী অনুভূতি জাগে অন্তরে আমার?
যখন পুবাকাশে সূর্য হাসে, উন্মুল বাতাসে ছোটে মন
অলৌকিক সুবাসে জেগে ওঠে পৃথিবী 
যখন
স্নিগ্ধ ভোরে নতুন দিনের আলোকছটা
আমি তখন ভবিষ্যতের স্বপ্ন দেখি...
স্নিগ্ধ মায়ার পরশে গোধূলির ছায়াপাতে
নিঝুম রজনীতে অন্ধকার ছিঁড়ে
হাডসনের তীরে বসে জীবনের বীজ বুনি
কখনো
রোদেলা দুপুরে মহাসড়কের বুক চিরে
‘উত্তরাধিকার’ সূত্রে, ছুটে যাই হাসানগঞ্জে,
-আমার প্রিয় গ্রামে
হৃদয় সেতারে বাজে নাগরদোলা মন
আবছা আঁধারে কানে কানে কে যেন বলে যায়
নিষ্কণ্টক ভালোবাসার কথা
বাতাসের মায়াশীলতায় দোল খায় সবুজ মাঠ
কিষান-কিষানির মিলিত কোরাসে
জেগে উঠে সোনাঝরা দেশ, -আমার প্রিয় বাংলাদেশ।
অনুভবের পাতায় পাতায় দুলে ওঠে চাঁদ
আমিও তখন মুগ্ধ নয়নে উড়িয়ে দিই, -হৃদয়ের পতাকা
সত্যিই মাইকেল ব্লোউব-এর মোহনীয় সুরে
আমিও বলি-
‘বার্ডস ফ্লাইং হাই
ইউ নো হাউ আই ফিল?
সান ইন দ্য স্কাই
ইউ নো হাউ আই ফিল?’
তুমি তো জানো-ঐসব চুম্বনের কথা
হৃদয়জমিনের উষ্ণতা ও ভালোবাসার কথা
তাই তো
এখনো অবিকল ডাকি, -তোমার নিজস্ব নামে...
যেখানে লতানো ডগায়, -দোল খায় পুষ্পিত কেয়ারি
সন্ধ্যার স্নিগ্ধ আলোয়, -তুমি হাত বাড়াও
অভিমানী হাওয়ার মতো, -অহর্নিশ হাত বাড়াও
দিনমান গহন রাতে
স্মৃতির পলে পলে...
 

কমেন্ট বক্স