Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

দূর অজানায়

দূর অজানায়
দূর অজানায়
হারিয়ে যাই যদি কখনো আমি
খোঁজো নাকো মোরে,
হারিয়ে যাব আমি দূর অজানায়,
পাবে না আমায় কভু
কোনো ঠিকানায়।
পেয়েছি জীবনে যা
তা-ই সঙ্গে নিলাম,
জানি না কতটুকু
আমি দিয়ে গেলাম।
থাকব একা আমি
বসে নিরালায়,
খোঁজো নাকো কখনো
পাবে না আমায়।
সুখে থেকো চিরকাল
নিজের আপন আলয়
আমিও ভালো আছি
অন্ধকার আর আলোয়।
 

কমেন্ট বক্স