Thikana News
৩১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫


মিলনসুখ

মিলনসুখ



 
তুমি বলেছিলে প্রিয়তমা,
এক রাতে পৃথিবী ভুলে,
জ্বলন্ত আগ্নেয়গিরির বুকে
অ্যান্টার্কটিকার বরফ মেখে দেবে।

সমস্ত সাগরের জল এনে দেবে
আমার শরীরের মোহনায়;
আদিখেলায় বাদী হয়ে
ঝুলে থাকব দুজন ভিন্ন পাহাড়ে!

আঙুলে নখর গজাবে,
আমরা হয়ে উঠব প্রাচীন বৃক্ষ!
মৌমাছির হুলের মতো
ফুল ফুটবে আমাদের শরীরজুড়ে!

জগতের তাবৎ ফুলের সুগন্ধ ছড়াবে
তোমার আমার ঘামের ঘ্রাণে;
সঙ্গমের সুতীব্র রসাচ্ছাদন
এখনো ফুল পাখি বৃক্ষ জানে!

তুমি হিমালয় বেয়ে উঠবে
লতাপাতার মতো জড়িয়ে ধরবে
কামুক বটবৃক্ষে শীতল জল
ঢেলে দেবে আগ্নেয়গিরি জ্বলন্ত মুখে।

কামড়ে কামড়ে জমাটবাঁধা রক্ত
যেন ফুটে আছে রক্তজবার দল।
তোমার কণ্ঠে তখন মিলনের
অস্পষ্ট শীৎকার ধ্বনি!
ঝরনার স্নান শেষে দুজনেই খুঁজে নেব
সামান্য পৃথিবীতে অসামান্য সুখের খনি।
 

কমেন্ট বক্স