Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ভালো মানুষের ভিড়ে

ভালো মানুষের ভিড়ে
ঢাকা শহরে মানুষ বেড়ে গেছে, খুলনা-যশোর-চিটাগাং আর সুরমাপাড়ের সিলেটেও বেড়েছে।
এত যে মানুষ লন্ডন-আমেরিকা-দুবাই যাচ্ছে তাও!
লন্ডনে নবাগতদের ভিড় সামলাতে সরকার তাদের রুয়ান্ডায় পাঠাবে।
ট্রাম্প নভেম্বরে নির্বাচিত হলে আমেরিকায় অভিবাসী-প্রত্যাশীদের ওপর বিধিনিষেধের খড়গ নেমে আসবে।
টরন্টোয় সুবিধা করতে না পারায় অনেকে প্রচণ্ড ঠান্ডায় সাসকাচুয়ান যাচ্ছে!
সিউল থেকে সিডনি, মালয়েশিয়া থেকে আফ্রিকা সবখানে বাড়ছে ভিড়, বাড়ছে কোলাহল।
গ্রামের হাট যা আগে আসরের পর জমজমাট হয়ে মাগরিব বাদ ভেঙে যেত, সেসব হাট এখন দুপুরের আগেই জনারণ্যে ভরপুর!
সরকারি দলের জনসভায় প্রচুর লোকসমাগম, বিরোধীদেরও। উভয় দলের নেতৃত্ব দেওয়া যেকোনো ব্যক্তির কথা শুনে মনে হয় সে মানুষ না, ফেরেশতা।
মাঠে-ময়দানে, চায়ের আড্ডায়, বাসে-ট্রেনে সবাই ভালো ভালো কথা বলছে।
ফেসবুকে পোস্ট করছে এমন সব মন্তব্য, যা হাদিসের পর্যায়ে পড়ে। এসব দেখেশুনে মনে হয় আটকে গেছি ভালো মানুষের ভিড়ে!
 

কমেন্ট বক্স