Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

বিশ্ব অর্থনীতিকে গ্রাস করে ফেলছে বিশ্ব রাজনীতি

বিশ্ব অর্থনীতিকে গ্রাস করে ফেলছে বিশ্ব রাজনীতি
বাজেট বলি, অর্থনীতি সবই মনে হয় গ্রাস করে ফেলছে বিশ্ব রাজনীতি। আমরা শুনেছি, রাজনীতি হচ্ছে বিশ্ব অর্থনীতির নিয়ামক শক্তি। আসলে রাজনীতিই বিশ্ব অর্থনীতিকে পরিচালিত করে। বিশ্ব রাজনীতিতে অর্থনীতি নিয়ে শেখার কিছু নেই। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু বলা হয় অর্থনীতিকে। অর্থনীতির আলামত থেকেই গবেষকরা বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, অর্থনীতির গতিবিধি থেকে বুঝে নেন, বিশ্বে রাজনীতি কোন দিকে যাচ্ছে রাজনীতির উত্তাপ, বিশ্বের চলমান অবস্থা, যুদ্ধ-বিগ্রহ। দেশে যুদ্ধ-বিগ্রহ লাগবে, নাকি পরিস্থিতি শান্ত থাকবে। দেশের অবস্থা, বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সবকিছু সম্পর্কে একটা ধারণা দিতে পারেন। চলমান পরিস্থিতি আগামীতে কোন দিকে মোড় নেবে। এমনকি কোন একটি দেশের কেনা না কেনার উপর বিশ্ব পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে- সে সম্পর্কেও একটা আগাম ইশারা পেতে পারেন। সে থেকে বিশ্ব বিশ্লেষকরা গবেষণামূলক বিশ্লেষণ করতে পারে, বিশ্ব পরিস্থিতি কোনদিকে যেতে পারে।
গবেষকদের গবেষণা থেকে চরম বা চূড়ান্ত কোন আভাস পায় যে, বিশ্বে সামনের পরিস্থিতির গতিবিধি নিয়েও সতর্কমূলক লেখালেখির মাধ্যমে বিশ্বসভ্যতা রক্ষার পক্ষে অবস্থান নিতে পারেন। বিশ্বজুড়েই মুনাফালোভী একটা শ্রেণি আছেন, যাদের রক্তচোষা বলে রাজনীতির ভাষায়। আর বিশ্বব্যাপী সাধারণ মানুষ এদের বলে ‘প্রফিট মঙ্গার’ বা মুনাফাখোর, সিন্ডিকেট। এরা দলবদ্ধভাবে সুযোগ বুঝে দাম বাড়িয়ে দেয়। ওইসব নিম্নবর্গের মানুষের কষ্ট হলেও এরা সুযোগ বুঝে  একেক পণ্যের একেক সময় দাম বাড়িয়ে দেয়। ক্রেতা সাধারণ বর্ধিত দামে আলু কিনে বাড়ির পথে যাওয়ার সময় কপালের ঘাম মুছতে মুছতে আল্লাহ্র দরবারে অভিযোগ কিংবা আক্ষেপ জানাতে জানাতে বলেÑ একটা পণ্যের দাম বেড়েছে, ভাগ্যিস সব পণ্যের দাম বাড়ায়নি। তাহলে বউ-বাচ্চা নিয়ে সবাই একসঙ্গে মরতে  হতো। বান্দাদের প্রতি এটা জীবনদাতার যেনো করুণা। সাধারণ মানুষ এই একটা পণ্যের দাম মেটাতেই জীবনটা ভাঙচুর হয়ে যায়। একসময় পুরো সংসার নিয়ে পথে বসতে হয়।
এতো গেলো আলু, পটল, পেঁয়াজ ব্যবসায়ীদের কথা। ছোট ছোট আঞ্চলিক ব্যবসায়ীরা ভঙ্গুর বাজার ব্যবস্থাপনার সুযোগ নিয়ে দাম বাড়িয়ে মুনাফাখোরদের মুনাফা তুলে নেয়ার ফন্দি আঁটে। এর বাইরে বিশ্বের খাদ্য ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ বা বলা হয় আন্তর্জাতিক মুনাফাখোর ভালো গমের দাম নিয়ন্ত্রণ করে, ছোট, মাঝারি এবং বৃহৎ শিল্প নিয়ন্ত্রণ করে উৎপাদিত পণ্য নিয়ে ওইসব সিন্ডিকেট চক্র বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে। আরও ভয়ংকর শিল্পপতি আছেন। যাদের কারবার অস্ত্র নিয়ে, দেশে দেশে যুদ্ধ বাধিয়ে দিয়ে মানুষ মারবে, মানুষের রক্ত দিয়ে ফসল বোনে- সেইসব ফসলের মুনাফার দাম তুলে নেয় সেই রক্তেই। অনেকেই সাধারণ মানুষকে বোকা ভেবে বলে ‘এসব বৃহৎ বৃহৎ শিল্পের পণ্য- মুনাফাতো সাধারণ মানুষের ঘামের মূল্যে মেটানো হয়। মানুষকে বোকা বানানো যতদিন যাবে- ততদিন সাধারণ মানুষের ঘাম ঝড়বে, রক্ত ঝরবে, প্রাণ ঝরবে।
পত্র-পত্রিকা, সব প্রচার মাধ্যমে যতই প্রচার হতে থাক, শিল্পবিপ্লবের মহিমা, রেনেসাঁর গৌরব, সভ্যতার এগিয়ে চলার উজ্জ্বল ইতিহাসের কথা, এসব কথা যাদের কানে পৌঁছে দেয়ার কথা, তারা সেই অন্ধকারেই থাকে। তাদের অন্ধকার আর দূর হয় না। এই অন্ধকার দূর করতে সত্য বলতে হবে। মানুষের প্রতি নির্মল ভালোবাসা বাড়াতে হবে। শঠতা পরিহার করতে হবে। সব মানুষের জীবনের মূল্য সঠিকভাবে মাপতে হবে। নিক্তি-বাটখাড়ায় গণ্ডগোল থাকলে চলবে না। কথাটা সবাইকে সবসময় মনে রাখতে হবে।
 

কমেন্ট বক্স