Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

আমাকে দেখেছি

আমাকে দেখেছি
আমিহীন আমাকে আজ দেখেছি বহুদূরে
আমাকে দেখেছি যেন মহাকালের অশ্বারোহীর খুরে
না-চেনার ভান-ভারাতুর বুকে ধূপান্ধ অন্ধকার
ধিকিধিকি জ্বলে তবু জ্বালায় না হিয়া, বনানী-বাগান বারিধার
প্রেমার্ত-পূরবী-বাতাসে ঢালে না লাল-নীল সাপ-শ্বাস
আগুনের মতো লেলিহান লিপ্সায় করে না বারুদ চাষ।

আমিহীন এই আমাকে দেখেছি অগণন শবের ভিড়ে
মৃত্যুর হাতে হাত রেখে রোজ ভেসে ভেসে ওঠে তীরে
সমুদ্র-সঞ্জাত সে, ফেনিল জোয়ারে নৃত্যের মতো ঢেউ
তবু ভাসায় না নগর-বন্দর নক্ষত্র রাত, হারায় না চাঁদ সুনামির মতো, কেউ।
বুকের দেয়ালে চারপাশে চালে ফেউ, হায়েনার দাঁতে দাঁত ঘষি রোজ
প্রেমের পঙ্্ক্তির মতো তবু ছাইচাপা দিই যেন পরাশক্তির ক্ষেপণাস্ত্র ক্রুজ।
আমাকে দেখেছি, দেখতে গিয়ে বেলা হয়ে গেছে ঢের
গহিন অরণ্যে পুলকে দোলকে হরিণবাঁকের লেক,
সবই দেখেছি অজগর পাড়ায় আহত সাবুদ শের।
পরাণ-প্লাবনে খড়গরৌদ্র ক্রুদ্ধ-সূর্য ভাসিয়ে রেখেছি দহন
গ্রহণ লেগেছে জোসনার আকাশে ষোড়শী চাঁদের দ্যাশে
তবুও পিতার বুকের মতোন উদার করেছি হৃদয়,
বোশেখের ঘ্রাণে বাঁধা-স্থিত টর্নেডো-সাইক্লোন।

আমাকে দেখেছি আজানের করুণ সুরের হিল্লোলে
পোড়া নিঃশ্বাসের নীরব চাহনি, মথিত মৃগয়া-মঞ্জিলে।
মৃন্ময়ী-মনের কফিনে মোড়ানো যেন সাদা মেঘেদের দেশ
ভেতরে ঘুমোনো ধূম্র-শহর, আগ্নেয়গিরি, উত্থাল মিছিল, সিলিন্ডার-শাসানো-গ্যাস।
সাইবার হ্যাকের মতো অদৃশ্য আঙুলে নেমে আসা ভীতি-বিষণ্ন চোখে
আমিহীন আমাকে দেখেছি মায়ের অঝোর অশ্রুতে, কখনো বিধবার শোকে
যুদ্ধতাড়িত শিশুর কোমল-কম্পিত ঠোঁটে, কিশোরীর কান্নার জলে।
আমাকে দেখেছি শ্যামা-শালিকের বিধ্বস্ত ভাঙা নীড়ে
যেখানে বয়ে যেত জীবন-নদী চোখে সুরমায় সুরম্য-সাহসে ধীরে।

আমাকে দেখেছি দূরান্তে ছায়ায়, দিগন্তে যেখানে বৃষ্টির চুম্বন মেখে নেমে গেছে আকাশ
আমাকে দেখেছি যেভাবে পৃথিবী দেখে যুগ যুগ ধরে জ্বলন্ত।

কমেন্ট বক্স