Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

আমি আর আকাশ দেখি না

আমি আর আকাশ দেখি না
আমি আর আকাশ দেখি না
তুমি ছিলে না তাই,
আমি আর চাঁদকে খুঁজি না
অন্ধকারটাই চাই।
আমি আর আগের মতো নেই তো
বদলে গেছি এখন,
বৃষ্টি এলে আর ভিজি না
হাসি না যখন তখন।
আমি আর মেঘের ভেলায় ভাসি না
আমি আর কষ্ট পেলেও কাঁদি না।
যেন নীরব আমার মন
ভেজা চোখ যখন তখন
হারিয়ে ফেলেছি আমায়
আমি যেন এখন।
 

কমেন্ট বক্স